TRENDING:

বাজারে আগুন ! তবুও আগামিকাল পঞ্চব্য়াঞ্জনে বাঙালির জামাইবরণের আয়োজন

Last Updated:

আগামিকাল জামাইষষ্ঠী। রবিবার আগেভাগে বাজার করতে গিয়ে ছেঁকা খেলেন শ্বশুর-শাশুড়িরা। ইলিশ থেকে চিংড়ি, আম থেকে লিচু আগুন দাম সবকিছুরই। ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামিকাল জামাইষষ্ঠী। রবিবার আগেভাগে বাজার করতে গিয়ে ছেঁকা খেলেন শ্বশুর-শাশুড়িরা। ইলিশ থেকে চিংড়ি, আম থেকে লিচু আগুন দাম সবকিছুরই। তবে জামাই আদরে কার্পণ্য করতে রাজি নন কেউ। তাই জামাইয়ের পছন্দ মতই ব্যাগ ভরলেন শ্বশুর-শাশুড়িরা।
advertisement

কোনও জামাই ভালবাসে ইলিশ... , কেউ বা আবার চিংড়িতে মজে...

জামাইদের পাতে পাবদা-পমফ্রেট সাজিয়েও স্বস্তি কোনও শ্বশুর

মঙ্গলবার জামাইষষ্ঠী। বিশেষ দিনে জামাইয়ের প্রিয় পদের জোগাড়ে তাই এখন থেকেই ব্যস্ততা। রবিবার আগেভাগে বাজার সারতে গিয়ে শ্বশুর শাশুড়িদের ছেঁকা দিয়েছিল  বাজারের আগুন দাম।

বিক্রেতারা বলছেন, বাজারে রাজ্যের ইলিশ নেই। শনিবার থেকে ইলিশ ধরতে শুরু করেছেন ম‍ৎস্যজীবীরা। তাই বাধ্য হয়ে ফ্রোজেন ইলিশই বিক্রি করছেন তাঁরা। যোগান কম কিন্তু জামাইষষ্ঠীর বাজারে চাহিদা বেশি হওয়ায় দামও বেড়েছে।

advertisement

ইলিশের সঙ্গেই গলদা চিংড়ি-চিতল-পাবদা- পমফ্রেটেরও দাম চড়া। তবুও এই একটা দিন জামাই বাবাজিকে সন্তুষ্ট করতে কোনও রকমের সমঝোতার পথে হাঁটতে চাননা শাশুড়ি মায়েরা ৷ বাজারে দাউ দাউ করে আগুন জ্বললেও জামাইয়ের পাত যেন ফাঁকা না যায় ৷

কলকাতার বিভিন্ন বাজারের  মাছের গড় দাম ইলিশ (১.৫ কিলো) প্রতি কিলো ১,৩০০-১,৫০০ টাকা কেজি, পাবদা ৬০০-৭০০ টাকা কেজি, পমফ্রেট ৬০০-৮০০ টাকা কেজি, গলদা চিংড়ি (বড়) ১০০০ টাকা কেজি, গলদা চিংড়ি (ছোট) ৬০০ টাকা কেজি, চিতল মাছ ৮০০ টাকা, ভেটকি ৮০০-৯০০ টাকা ৷ মাংসের বদলে এবার বাঙালি জামাইবরণে মাছের দিকেই বেশি নজর দিয়েছে ৷

advertisement

মাছের সঙ্গে সঙ্গে ফলের বাজারেও লেগেছে আগুন ৷ আম বাঙালির সাধের ফল, সেই আমেও লেগেছে আগুনের ছ্যাঁকা ৷ তবে আম ছাড়া জামাইষষ্ঠী কল্পনাই করা যায়না ৷ শুধুই আম নয়, অন্য সব ফলের দামও ঊর্ধ্বমুখী। হিমসাগর আম ৭০- ৮০ টাকা প্রতি কেজি, লিচু- ১৪০ টাকা কেজি, জাম ২০০ টাকা, আপেল  ২০০-২২০ টাকা কেজি করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে জামাইদের পছন্দের সঙ্গে কোনও আপস করতে রাজি নন শ্বশুর-শাশুড়িরা। বিশেষ দিনে জামাইকে খুশি করতে পকেটের দিকে তাকালেন না কেউই।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজারে আগুন ! তবুও আগামিকাল পঞ্চব্য়াঞ্জনে বাঙালির জামাইবরণের আয়োজন