TRENDING:

ভাইপোর বিরুদ্ধে সই জালের অভিযোগ, অ্যাম্বুল্যান্সে চেপে আদালতে ৯২ বছরের বৃদ্ধ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাইপোর বিরুদ্ধে সই জালের অভিযোগ। অভিযোগ জানাতে অ্যাম্বুল্যান্সে চেপে আদালতে হাজির হলেন বিরানব্বই বছরের বৃদ্ধ। অভিযোগ শুনে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ আলিপুর আদালতের।
advertisement

অভিযোগ জানাতে অ্যাম্বুল্যান্সে চেপে আলিপুর আদালতে হাজির হলেন বিরানব্বই বছর বয়সী বৃদ্ধ শিশির ভট্টাচার্য।

বেশ কয়েকবছর আগে ভাই সুনীল ভট্টাচার্যের নামে বাড়ির অংশ লিখে দেন দাদা শিশির ভট্টাচার্য। অভিযোগ, জেঠু শিশির ভট্টাচার্যের সই জাল করে সম্পত্তি হাতানোর চেষ্টা করেন আরেক ভাইয়ের ছেলে জয়দীপ ভট্টাচার্য। এমনকি, সুনীল ভট্টাচার্যের সই জাল করে থানায় জয়দীপ মিথ্যে অভিযোগ দায়ের করেন বলেও অভিযোগ। কিন্তু, শিশিরবাবুর অভিযোগ নাকি পুলিশ কানেই তোলেনি।

advertisement

দাদার পাশে দাঁড়িয়ে পরিবারেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ করেন শিশিরবাবুর ভাই। আদালত সব শুনে পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।

পরিবারের অন্তর্কলহ। আর তার জেরে টানাপোড়েন। এই পরিস্থিতিতে শিশির ও সুনীল ভট্টাচার্য ভাইপো জয়দীপের বিরুদ্ধে সই জালের অভিযোগ করলেও তা মানতে নারাজ তাঁর মা।

আলিপুর আদালত সোমবার নির্দেশ দিয়েছে, থানায় গিয়ে কে বা কারা মিথ্যে অভিযোগ জানিয়েছিল তা খুঁজে বের করা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাইপোর বিরুদ্ধে সই জালের অভিযোগ, অ্যাম্বুল্যান্সে চেপে আদালতে ৯২ বছরের বৃদ্ধ