কোন কোন জেলা নতুন হচ্ছে রাজ্যে? মমতা জানান, উত্তর ২৪ পরগনাতে হচ্ছে তিনটে জেলা। বনগাঁ, বাগদা ওখানে পড়ে বলে ইছামতি জেলা হচ্ছে। এছাড়াও জেলা হচ্ছে বসিরহাট। যার নাম পরে দেওয়া হবে। নতুন জেলা হচ্ছে সুন্দরবন জেলা। মুর্শিদাবাদে মোট হচ্ছে তিনটে জেলা কান্দি, বহরমপুর ও মুর্শিদাবাদ। বাঁকুড়ায় হচ্ছে নতুন জেলা বিষ্ণুপুর, নদীয়া পাচ্ছে রানাঘাট জেলা।
advertisement
আরও পড়ুন: সাত দিনে ৫০ ঘণ্টা জেরা, পার্থ-অর্পিতার সব গতিবিধি ক্যামেরায় তুলে রাখছে ইডি
মমতা বলেন, মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে।
আরও পড়ুন: এসএসসি বিক্ষোভ হতে পারে নবান্নে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর
এক নজরে দেখে নেওয়া যাক, রাজ্যে নতুন কী কী জেলা হচ্ছে...
১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা)
২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)
৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)
৪) রাণাঘাট (নদিয়া)
৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)
৬) বহরমপুর
৭) কান্দি (মুর্শিদাবাদ)