TRENDING:

রাজ্যে এবার ভোট দেবেন ৬.৭ কোটি লোক। দেশে মোট ভোটার সংখ্যা ৯০ কোটি।

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ ঘোষণা হল ৭ দফায় লোকসভা ভোটের দিন। রাজ্যে ৭ দফায় হবে ভোট। এবারের মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। যাদের মধ্যে দেড় কোটি নতুন ভোটার যোগ হয়েছেন এই বছর। তার মধ্যে রাজ্যের ভোটার সংখ্যা ৬৯৭৬০৮৬৮। এই গণনা হয়েছিল জানুয়ারী ২০১৯ -এ।
advertisement

রাজ্যে প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার। ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ। ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। তৃতীয় দফা ভোট বালুরঘাট, মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। চতুর্থ দফা ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। পঞ্চম দফা ভোট হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ভোটগ্রহণ হবে ৬ মে। ষষ্ঠ দফা ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর ও মেদিনীপুর। ভোটগ্রহণ হবে ১২ মে। সপ্তম দফা ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। ভোটগ্রহণ হবে ১৯ মে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে এবার ভোট দেবেন ৬.৭ কোটি লোক। দেশে মোট ভোটার সংখ্যা ৯০ কোটি।