TRENDING:

রাস্তা ভেসে যাচ্ছে শিশুর রক্তে! বাসের ধাক্কায় ছাত্রী মৃত্যুতে উত্তাল দমদমের নাগেরবাজার

Last Updated:

মঙ্গলবার সকালে এখানেই বাসের চাকার পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর ৷ মৃতার নাম অনুষ্কা কর ৷ বছর পাঁচেকের অনুষ্কা লেকটাউনের বাসিন্দা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দমদম: সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দমদমের নাগেরবাজার চত্বর ৷
advertisement

মঙ্গলবার সকালে এখানেই বাসের চাকার পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর ৷ মৃতার নাম অনুষ্কা কর ৷ বছর পাঁচেকের অনুষ্কা লেকটাউনের বাসিন্দা ৷ একটি বেসরকারি স্কুলের নার্সারিতে পাঠরতা ছিল সে ৷ এ দিন মায়ের সঙ্গে নাগেরবাজারে ২২৩ নং বাস থেকে নামে অনুষ্কা ৷ সে সময়ই দ্রুত গতিতে বাস চালিয়ে দেন চালক ৷ মাথার উপর দিয়ে চলে যায় বাসের ভারি চাকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাসের চাকার তলায় পিষ্ট হয়ে যায় খুদের শরীর ৷ মুহূর্তে রক্তে ভেসে গোটা রাস্তা ৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কাছেই একটি বেসরকারি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকেই এলাকা আটকে ব্যপক বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ কিছুক্ষণ পর পুলিশ আসে ঘটনাস্থলে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাস্তা ভেসে যাচ্ছে শিশুর রক্তে! বাসের ধাক্কায় ছাত্রী মৃত্যুতে উত্তাল দমদমের নাগেরবাজার