বিশেষ নিবিড় সংশোধনের কাজে রাজ্যে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে তাঁদের নিয়োগ করা হয়েছে। আজ তাঁরা দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন।
advertisement
কলকাতায় ওই পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তও। দুপুর দেড়টা নাগাদ সিইও অফিসে ওই বৈঠক হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, পাঁচ পর্যবেক্ষক কী ভাবে কাজ করবেন তা নিয়েই ওই বৈঠক।
হিয়ারিং বা শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চায় নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েতের অফিসে কোনওভাবেই হিয়ারিং নয়। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে হিয়ারিং করা যাবে না। একাধিক জেলাশাসকদের প্রস্তাব ফেরাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামী ১৬ ডিসেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ায় অভিযোগ ও নিষ্পত্তির প্রক্রিয়ার জন্য হিয়ারিং প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। এই হিয়ারিং প্রক্রিয়া করতে হবে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসেই।জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। হিয়ারিং প্রক্রিয়া গোটাটাই ওয়েব কাস্টিং করতে হবে। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বলেই কমিশন সূত্রে খবর।
