TRENDING:

Mamata Banerjee About Egra Incident: এগরার কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, এনআইএ তদন্তে আপত্তি নেই, বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee About Egra Incident: এর পরেই আর্ত পরিবারবর্গকে সাহায্যের কথা বলেন তিনি৷ বলেন ‘আমরা দুঃখিত, আমরা পরিবারগুলোকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করব, যাঁরা আহত তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি বললেন, হতাহতের বিশেষ ভাবে সাহায্য করবে রাজ্য সরকার৷ মানস ভুইঁয়া-সহ বিশেষ দল যাবে আর্তদের পরিবারের সঙ্গে দেখা করতে৷ তাঁদের সঙ্গে বিস্তারিত কথা বলবে দল, এমনটাও বলেন তিনি৷
মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি
advertisement

মমতা সাংবাদিক বৈঠক থেকে এ দিন বলেন, ‘এগরায় যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে৷ যে জায়গাটা হচ্ছে ঠিক ওড়িশার সীমান্তে৷ এবং যে এই বেআইনি কারখানা চালাচ্ছিলেন, তাঁকে আমাদের পুলিশ আগেও গ্রেফতার করেছিল, ১৯ অক্টোবর, ২০২২ সালে৷ তাঁর কেসটা নিয়ে আদালতে যাওয়াও হয়েছিল৷ কিন্তু আদালত থেকে জামিন পেয়ে গিয়েছিলেন৷ জায়গাটা এমন বিচ্ছিন্ন স্থান, মাঝখানে ঘর তৈরি করে এগুলো ওড়িশায় পাঠানো হত৷ ওর বিরুদ্ধে চার্জশিটও করা হয়েছিল৷ আদালত থেকে জামিন পেয়ে কয়েকদিন আগে ফের এই কারখানা শুরু করে বেআইনি ভাবে৷ এরকম কিছু বাজি কারখানা, বেআইনি, এসব দিকে আছে৷ এবং সবচেয়ে দুর্ভাগ্য লোকাল ছেলেমেয়েরা কাজ করে৷ তাঁরা বাড়ির সামনে কাজটা করে বলে, কোনও সমস্যা হলে তাঁদের ঘাড়েই পড়ে৷ এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে আমরা পুলিশ ও দমকল পাঠিয়েছিল৷’

advertisement

আরও পড়ুন: সানাইয়ের সুর, বিয়ের মণ্ডপ, এসেছেন নিমন্ত্রিতরাও! বর-কনে কারা..? দেখেই চক্ষু চড়কগাছ!

আরও পড়ুন: ‘তিহাড়ে উনি কেমন আছেন…?’ হঠাৎ অনুব্রতর খোঁজ দিলীপের! কোন রহস্য ফাঁসের ইঙ্গিত? তুমুল শোরগোল

এর পর রাজনৈতিক প্রসঙ্গও টানেন তিনি৷ বলেন, ‘এই গ্রাম পঞ্চায়েতটি নির্দলকে সঙ্গে নিয়ে বিজেপি তৈরি করে৷ তাঁদের তথ্য রাখা উচিত ছিল কেন তাঁদের এলাকায় এই ঘটনা ঘটছে৷ আমাদের কাছে যা তথ্য তাতে পাঁচজন মৃত, সাতজন আহত৷ মালিক নাকি ওড়িশার দিকে পালিয়েছে৷’

advertisement

মমতা তার পর সীমান্তের নিরাপত্তা নিয়েও বলেন, ‘সীমান্তে বিভিন্ন আইসোলেটেড জায়গা থাকে৷ আমি বারবার বলি, বর্ডারগুলোতে নাকা চেকিং করতে, বর্ডার চেকিং করতে৷ আমরা কেসটা সিআইডিকে দিয়েছি, তারা রিপোর্ট দেবে৷ দমকলও রিপোর্ট দেবে৷ তদন্তের কাজ শুরু হয়ে গিয়েছে, এসপি স্পটে গিয়েছিলেন৷ বিজেপির পঞ্চায়েত বলে, আমাদের বিধায়ককে স্পটে যেতে বাধা দেওয়া হয়েছে৷ মানস ভুঁইয়াকে বলেছি৷ একটা মজার জিনিস দেখছি, তোমার যেখানে জোর, সেখানে আমাদের ঢুকতে দেবে না, এটা কেমন? এটা তো ল’অ্যান্ড অর্ডারের সঙ্গেও যুক্ত নয়৷ আমরা তা সত্ত্বেও মনে করি, আর কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা আছে দেখতে হবে৷ নাকা চেকিং বাড়াতে হবে৷ এখানে তৈরি করবে, ওড়িশায় গিয়ে বিক্রি করবে, তথ্য না থাকার ফলে, তা হবে না৷’

advertisement

এর পরেই আর্ত পরিবারবর্গকে সাহায্যের কথা বলেন তিনি৷ বলেন ‘আমরা দুঃখিত, আমরা পরিবারগুলোকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করব, যাঁরা আহত তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে৷ জ্ঞানবন্ত সিংকে পাঠানো হয়েছে৷ আমরা লোকাল আইসিকে শো-কজ করে অ্যাকশন নেব৷ পুলিশ যখন একটা থানার দায়িত্ব নেয়, তখন তাঁর এলাকায় কে কী করছে না করছে, তাঁদের দায়িত্ব নেওয়া উচিত৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে মমতা বলেন, ‘যাঁরা, আমার বন্ধুরা এনআইএ করে চেঁচাচ্ছে, তাঁদের বলছি, আমাদের কোনও আপত্তি নেই৷ আমরা আমাদের তদন্ত শুরু করেছি৷ যদি তাঁরা মনে করে, এনআইএ করে হবে, তা হলে করুক৷ তবে আমরা চাইব আসল অপরাধীরা যেন শাস্তি পায়৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee About Egra Incident: এগরার কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, এনআইএ তদন্তে আপত্তি নেই, বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল