TRENDING:

Muder Case: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪

Last Updated:

Muder Case: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আরও তিন।মৃত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)।
নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
advertisement

ঘটনাটি সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লীর। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।এর আগে সবুজ মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট গ্রেফতার চার। বাকিদের খোঁজে তল্লাশি। ধৃত তিনজনের নাম বাপন হালদার, বিশ্বজিৎ মন্ডল ও অসিত সরকার।

আরও পড়ুন-হাতে মাত্র ২ দিন…! বুধের রাজকীয় চালে কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরি-ব্যবসায় টাকার ফোয়ারা, লাগবে জ্যাকপট!

advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ সুব্রতর এক বন্ধু ফোন করে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরনোর সময় সে জানায় যে তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সুব্রতর খোঁজ পাওয়া যায় না।

আরও পড়ুন-‘শোলে’-র সেই বিখ্যাত দৃশ্য! বাদ দিয়েছিল সেন্সর বোর্ড, মুক্তির ৪৯ বছর পর সামনে এল আসল ‘সিন’, কী এমন ছিল? না দেখলেই বড় মিস!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

একাধিকবার ফোন করে চেষ্টা করা হয় যোগাযোগ করার এবংপরিবারের সদস্যরা খোঁজাখুজিও শুরু করেন। সকালে গুরুতর অবস্থায় বাড়ি নিয়ে আসে তার এক বন্ধু৷ তারপর শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরেই মৃত্যু হয়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Muder Case: মাঝরাতে পিটিয়ে খুন ২৬-র যুবককে, সল্টলেকের হাড়হিম ঘটনায় পুলিশের জালে ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল