দায়িত্ব নিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য। বাড়ির থেকে দা নিয়ে এসে গাছ কেটে রাস্তা সাফ করলেন তাঁরা।এই চার জন এরপর থেকেই সিদ্ধান্ত নেন সমাজে গঠনমুলুক কাজ করার জন্য সব সময় এগিয়ে আসবেন তাঁরা। তৈরী 'টালিগঞ্জ আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'।
এই অ্যাসোসিয়েশন এবারেই শুরু করল তাঁদের প্রথম পুজো।না! কোনও পুরুষের সাহায্য ছাড়াই পুজের সব দায়িত্ব নিজেদের কাাঁধে তুলে নিয়েছেন চার সদস্য।
advertisement
কভিড প্রটোকল মেনে,কোর্টের নির্দেশ মেনেই পুজোর আয়োজন করলেন এই চার সদস্য বিপাশা সেন রায়,পৌলমী সাহা,স্বাগতা চক্রবর্তী,রাখী ভট্টাচার্য।
সোমবারই হয়ে গেল এই পুজোর উদ্বোধন। এসেছিলেন সাংসদ দোলা সেন।ভবিষ্যতে এই অ্যাসোসিয়েশনের গঠনমূলক কাজের সাহায্যের জন্যেও হাত বাড়িয়ে দেবেন সাংসদ দোলা। প্রতি বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের মাধ্যমে জনকল্যানে নিজেদের সবটা উজাড় করে দিতে বদ্ধপরিকর এই অ্যাসোসিয়েশনের সদস্যরা।