অন্যদিকে গ্রেফতার করা হয়েছে অরুণিমা পালকে৷ পুলিশের বিরুদ্ধে কামড়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মহিলা চাকরিপ্রার্থী৷ যদিও পুলিশের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ অভিযোগকারিণী ওই চাকরিপ্রার্থীর নাম অরুণিমা পাল৷ তিনি ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী৷ এ দিন অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অরুণিমাও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে ধর্নায় বসতে যান৷ যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে শেক্সপিয়র সরণি থানাতে, তাদের আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। এক্সাসাইড মোড়ে ঝামেলার ঘটনায় ভবানীপুর থানাতে জিডিই হয়েছে৷
advertisement
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে কলকাতা৷ প্রথমে এক্সাইডে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে তুলকালাম তৈরি হয়৷ তার পর সেই বিক্ষোভ গড়িয়ে যায় ক্যামাক স্ট্রিটেও৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা৷ সেখানেই পরিস্থিতি তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷ পুলিশ পরিস্থিতি সামলাতে কার্যত নাজেহাল হয়ে পড়ে৷ ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে হঠাৎ উত্তাল হয়ে পড়ল শহর৷ এ দিন দুপুর থেকেই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই কলকাতার ব্যস্ত ওই এলাকায় চাকরিপ্রার্থীরা জমা হতে শুরু করেন৷ অনেকে মেট্রো করে এসে রবীন্দ্র সদন স্টেশনে নেমে জমায়েতে যোগ দেন৷
বিক্ষোভের আঁচ গড়ায় শিয়ালদহ স্টেশন পর্য়ন্ত৷ বিক্ষোভকারীদের দাবি, আটক সঙ্গীদের মুক্তি দিলেই তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন৷ "নিয়োগ তোমায় দিতে হবে নইলে আবার খেলা হবে"- থেকে এমনই স্লোগান তোলেন তাঁরা৷ পুলিশ অবস্থান তুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও বিক্ষোভে অনড় থাকেন চাকরিপ্রার্থীরা৷ পরে ডিসিইএসডি প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে বিক্ষোভকারীদের বলপূর্বক তুলে দেয় পুলিশ৷
বুধবার লালবাজারের ছবিটাও ছিল বেশ উত্তপ্ত৷ ৩০ জনকে লালবাজারে নিয়ে যাওয়ার পর ফের বিক্ষোভ শুরু হয়। অরুণিমা পাল-সহ অন্যদের মুক্তির দাবিতে লালবাজার হয়ে ওঠে উত্তপ্ত৷