TRENDING:

ম্যাপ কেন পাওয়া গেল না? মমতার প্রশ্নের মুখে সব সাহায্য়ের আশ্বাস রেলমন্ত্রীর

Last Updated:

আগুন লাগা ও মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিংয়ের বিধ্বংসী আগুনে ঝলসে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। ওই বিল্ডিংয়ের একটি লিফটের মধ্যে পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) পার্থসারথি মণ্ডল এবং তাঁর রক্ষী সঞ্জয় সাহানির দেহ মিলেছে। অন্য লিফটে মিলেছে ৪ দমকলকর্মী-সহ ৭ জনের দেহ। যে দমকলকর্মীরা প্রাণ হারালেন তাঁরা হলেন, গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, মৃত্যু হয়েছে হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালেরও। তবে, এক রেল কর্মী-সহ ২ জনকে এখনও শনাক্ত করা যায়নি। আগুন লাগা ও মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি তদন্ত করবে কলকাতা পুলিশ। অপর একটি তদন্ত করবে দমকল। অন্য দিকে রেলও পৃথক তদন্ত করবে গোটা ঘটনার।
advertisement

সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে দমকলের ১০ ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও পরে ২৫টি ইঞ্জিন যায়। প্রথমে বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়ে। আর আগুনের লেলিহান শিখায় লিফটে আটকে পড়ে মৃত্যু হয় এত মানুষের। ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ঘোষণা করেছেন। একইসঙ্গে রেলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'এটা পুরোটাই রেলের জায়গা। কিন্তু রেলের কেউ আসেননি। আমাদের দমকলের পক্ষ থেকে একটা ম্যাপ চাওয়া হয়েছিল। কিন্তু সেটাও দেওয়া হয়নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। কিন্তু আমরা কোনও সাহায্য় পাইনি।' যদিও ঘটনার গুরুত্ব প্রকাশ্যে আসতেই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে রেলমন্ত্রকের পক্ষ থেকে চার সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্যুইটে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করবেন রেলের আধিকারিকরা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। এদিকে, কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। আজই ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখবে ফরেন্সিক দল।

advertisement

https://twitter.com/PiyushGoyal/status/1369012401421447168

অগ্নিকাণ্ডের ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেলও। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে রাজ্য সরকার ও দমকল কর্মীদের সঙ্গে সমন্বয়ে রেখে সব রকম সাহায্য করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। ট্য়ুইটে রেলমন্ত্রী লিখেছেন, 'রাজ্য সরকারকে সমস্ত দিক থেকে সাহায্য করবে রেল। নিরাপত্ত নিয়ে কোনও আপোষ করা হবে না।' পূর্ব রেলের এক কর্তা অবশ্য বলেছেন, 'রেলের সব অফিসাররা ছিলেন। পুরো চেষ্টা ছিল। হয়ত ম্য়াপ পাওয়া যায়নি। কিন্তু কর্মীরা চেষ্টা করেছিলেন। ক্ষয়ক্ষতি তো হয়েছেই।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগার পর থেকে টানা দশ ঘণ্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। এমনকী ভোর চারটে নাগাদ ফের ওই বিল্ডিংয়ের তেরো তলায় আগুন দেখতে পাওয়া যায়। ফের ঘণ্টা দুয়েকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে দমকলের তরফে। দমকল মন্ত্রী জানিয়েছেন, সন্ধ্য়ায় আগুন লাগার পর দমকল কর্মীরা লিফটে করে ওপরে উঠছিলেন। যে মুহূর্তে লিফট খোলেন তাঁরা, আগুনের লেলিহান শিখায় ঝলসে যান তাঁরা। তা এতটাই ভয়াবহ, দেহ শনাক্ত করতেও সমস্যা হচ্ছিল। তাঁরা অনুমান করতে পারেননি, অন্যদিকের আগুন এপাশে চলে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ম্যাপ কেন পাওয়া গেল না? মমতার প্রশ্নের মুখে সব সাহায্য়ের আশ্বাস রেলমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল