TRENDING:

Tmc Cpim: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি গঙ্গোপাধ্যায়

Last Updated:

Tmc Cpim: জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে, সিপিআইএম পায় ৩টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের বোর্ড গঠনের জন্য তিন বিজেপির জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের সামনের গেস্ট হাউস থেকে অপহরণের ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। রাতেই সিপিআইএমের বর্ষীয়াণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে, সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনের জন্য জোর করে বিরোধীদের চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। সেই চাপের ভয়ে মাথা নত না করে মঙ্গলবার রাতে পঞ্চসায়র থানা এলাকার গেস্ট হাউসে আশ্রয় নেয় শাসক বিরোধী জয়ী প্রার্থীরা।

advertisement

আরও পড়ুন: বাংলায় গোয়া-লন্ডন খুঁজলেন অশোক দিন্দা, পাল্টা ম্যাকগ্রা-তুলনা বাবুলের! হলটা কী?

বৃহস্পতিবার রাতে সেই গেস্ট হাউস থেকেই বিজেপির ৩ জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল। এমনটাই অভিযোগ শাসক বিরোধী সব পক্ষের। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিযোগ সশস্ত্র অবস্থায় এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, মথুরাপুর এক নম্বর ব্লকে কর্মতীর্থের গেস্ট হাউসে তাদেরকে অপহরণ করে রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন: BJP বিধায়ককে ফোন, গ্যাস মিস্ত্রি বলছেন?, উত্তর ‘ইলেকট্রিক মিস্ত্রি’! ব্যাপার কী?

আগামীকাল এই জয়ী প্রার্থীরা কলকাতা হাইকোর্টে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করতে যেতেন। তার আগেই এই অপহরণের ঘটনা বাড়াচ্ছে রহস্য। যে গেস্ট হাউসে তারা ভাড়া ছিলেন বলে অভিযোগ, সেটি পঞ্চসায়র এলাকায় একটি বাড়ি, পরিচিত একজনের মারফত কয়েকদিনের জন্য বিয়েবাড়ি আছে বলে ভাড়া নিয়েছিলেন তারা। ২৩ তারিখ কথা বলতে এসেছিলেন, ২৫ তারিখ থেকে ভাড়া ছিলেন তারা। গতকাল রাতে ৭-৮ জন এসে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Cpim: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল