#কলকাতা: আশঙ্কাটা ছিল, সত্যি হল আমফান আসতেই। সকাল থেকে আমফানের খবর কেমন যেন ভয় দেখাচ্ছিল রানি রাসরমণির বংশধরের এন্টালির বাড়িটিতে। সকাল থেকেই বৃষ্টিতে চিন্তা বাড়ছিল ওঁদের। পুরানো বাড়ির সামনে একটি বড় বট গাছ যেন ভয় দেখাচ্ছিল পূর্বা দাসকে। প্রশাসনের হাজারো সতর্কবার্তা ও সাবধানতায় ভয়টা বাড়ে। মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কপালে ভাঁজ ফেলে দেয়। হাজারো চিন্তার মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি। সময় এগোতেই হঠাৎ দমকা হাওয়ায় আশঙ্কাটাই সত্যি হল বুধবার। সবে আমফানের দাপট দেখানো শুরু হয়েছে, তখনই একটা বিকট আওয়াজ। সেই সময় দৌড়ে গিয়ে পূর্বা দেখেন, এতদিনের ভয় সত্যি হল। তাও বাড়ির বারান্দা ছাড়া কিছুই ক্ষতি হয়নি, সামান্য ঘরে থাকা জিনিসগুলো ছড়িয়ে গিয়েছে বাড়ির মধ্যেই।
advertisement
এদিকে তখন পাশের বাড়ির একটি ছেলে প্রাণে বাঁচেছে। দমকা হাওয়ায় সে পুরানো বাড়ি লাগোয়া একটি কলে জল আনতে যায়। তিনি জানান, আর একটু অপেক্ষা করলেই হয়তো চাপা পড়ে যেতাম। প্রাচীন বাড়ি আয়লা, বুলবুল, ফণীর কাছে হার না মানলেও আমফানের কাছে হার স্বীকার করতেই হল। পূর্বা দাস জানান, বিকাল থেকেই চিন্তা ছিল গাছটা নিয়ে, সন্ধ্যায় আওয়াজ দেখে বুঝলাম আশঙ্কাটা সত্যি হল। বৃহস্পতিবারই ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর আমিরুদ্দিন ববি। তিনি জানন, এলাকায় অনেক গাছ পড়ে রাস্তা বন্ধ। খুব দ্রুত কাজ করে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনব। প্রায় ২০০ বছরের এই বাড়ি এন্টালি এলাকায় অনেক পুরানো বাড়ি বলেই পরিচিত। এখন একটাই আশঙ্কা, যদি আরও বৃষ্টি হয় তাহলে হয়তো বিপদটা বাড়বে।