TRENDING:

বরাহনগরে অটো থেকে পড়ে শিশু মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

Last Updated:

বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দারের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দারের ৷ এই ঘটনায় দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য পরিবহন দফতর ৷ বরাহনগর ১৭ নং ওয়ার্ড-এর কাউন্সিলর অঞ্জন পাল বুধবার এই কথা জানিয়েছেন ৷
advertisement

বরাহনগরে বেপরোয়া অটোর বলি শিশু। এই ঘটনায় মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দার। গ্রেফতার অটো চালক। স্থানীয়দের অভিযোগ, ঘি‍ঞ্জি রাস্তায় একাধিকবার বলার পরেও অটোর গতিতে কোনও রাশ নেই। অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ মঙ্গলবার বরাহনগরের এ কে মুখার্জি রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷

মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ বাজার করে টবিনরোড-নোয়াপাড়া রুটের অটোতে উঠেছিলেন রিঙ্কি সর্দার। সঙ্গে ছিল তাঁর দেড় বছরের শিশু রাজদীপ। মিনিট খানেক পর একে মুখার্জি রোডের মুখে বাঁক নিতে গিয়ে একটি স্ল্যাবের মধ্যে উঠে যায় অটোর চাকা। মায়ের সামনে দাঁড়ানো রাজদীপ ছিটকে রাস্তায় পড়ে। অভিযোগ, শিশুটিকে ফেলেই পালিয়ে যান অটো চালক।

advertisement

আরও পড়ুন 

মাসিক বেতন ২ লাখ, ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের জন্য পড়ুন

অন্য একটি অটোতে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজদীপকে। সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তায় বেপরোয়া অটো। ঘিঞ্জি এই রাস্তাতেই চলে বাস। তারপরেও কোনও রাশ নেই অটোর গতিতে।

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অসম NRC ইস্যু: নামের ভুলে ঠিকানা ডিটেনশন ক্যাম্প, এবার নাগরিকপঞ্জী নিয়েও উদ্বেগে শিলচরের সুচন্দ্রা

বাংলা খবর/ খবর/কলকাতা/
বরাহনগরে অটো থেকে পড়ে শিশু মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা