TRENDING:

সর্বাধিক নোংরা! দেশের ২৫ অপরিচ্ছন্ন শহরের তালিকায় দার্জিলিং সহ বাংলার ১৯

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজ্যের সুনামে চোনা ফেলতে চলেছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সার্ভে রিপোর্ট। সম্প্রতি দেশের অপরিচ্ছন্ন শহরের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। শুনলে এরাজ্যের মানুষ হিসেবে আপনার মাথা হেঁট হতে বাধ্য। দেশের ২৫টি নোংরা শহরের তালিকার ১৯টি শহরই এরাজ্যের।
advertisement

শুধু তাই নয়, এরাজ্যের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে দেশে বিদেশের পর্যটকদের কাছে যে শহরের আকর্ষণ সর্বাধিক, সেই দার্জিলিংয়ের নামও উঠেছে এই অপরিচ্ছন্ন শহরের তালিকায়। এছাড়াও অপরিচ্ছন্নতার নিরিখে শিলিগুড়ি, শ্রীরামপুর, বাঁকুড়া, উত্তর বারাকপুর, মধ্যমগ্রামের নামও রয়েছে। আবর্জনা পরিষ্কার, আবর্জনা সংগ্রহ, খোলা নিকাশি ব্যবস্থা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ সংগ্রহ ও প্রক্রিয়াকরণ প্রভৃতি স্যানিটেশন ইন্ডিকেটরের নিরিখে ভারতের প্রতিটি শহর কতটা স্বচ্ছ বা অস্বচ্ছ বিচার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন 

বাড়তে পারে বিমানযাত্রার খরচ, এই পরিষেবায় চার্জ বাড়াচ্ছে সংস্থাগুলি

দেশের সবচেয়ে অস্বচ্ছ শহরের তকমা পেয়েছে এক লাখের একটু বেশি জনসংখ্যা বিশিষ্ট গুজরাটের ভদ্রেশ্বর। এছাড়া তালিকার নীচের দিকে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশের তিনটি করে শহর। অপরিচ্ছন্নতার নিরিখে এই তালিকায় পশ্চিমবঙ্গের সঙ্গে নাম জুড়েছে নাগাল্যান্ড, পুদুচেরি এবং ত্রিপুরারও।

advertisement

রাজ্য হিসেবে দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ঝাড়খন্ড। তালিকায় এর পরেই রয়েছে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ করা তালিকা অনুযায়ী, দ্বিতীয়বারের জন্য সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে ইন্দোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভোপাল ও চণ্ডীগড়। প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্র, বারাণসী শহর চলতি বছরে স্বচ্ছতার নিরিখে কয়েক ধাপ এগিয়ে তালিকায় ২৯তম স্থান অর্জন করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এসবের মাঝে অবশ্যই স্বচ্ছতার প্রশ্নে মুখ পুড়েছে এরাজ্যের। বাংলার জনবহুল ও জনপ্রিয় শহরগুলি নোংরাতম শহরের তালিকায় জায়গা পাওয়ায় কিঞ্চিৎ ক্ষতিগ্রস্থ রাজ্যের সুনাম।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সর্বাধিক নোংরা! দেশের ২৫ অপরিচ্ছন্ন শহরের তালিকায় দার্জিলিং সহ বাংলার ১৯