পরিবারের অভিযোগ, মাত্র চারদিনে ১২ লক্ষ টাকা বিল করেছে বেসরকারি এই হাসপাতাল। এই ঘটনায় স্বাস্থ্য কমিশনের অভিযোগ জানায় পরিবার। কমিশনের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা-সহ তিন সদস্যের কমিটিতে ছিলেন স্বাস্থ্য কমিশনের সচিব আরসাদ হাসান ওয়ারসি এবং রাজ্য স্বাস্থ্য কমিশনের সদস্য চিকিৎসক মাখন সাহা।
advertisement
এই কমিটি খতিয়ে দেখবে কেন এত বিল হল রায়চৌধুরি পরিবারের। ৬ লক্ষ টাকা স্থায়ী আমানত করে রাখতে হবে। তদন্ত কমিটি যে সিদ্ধান্ত নেবে তারপরে প্রয়োজন হলে অতিরিক্ত টাকা সুদ সমেত মৃতের স্ত্রীকে ফেরত দিতে হবে।
শুধু টাকা বেশি নেওয়াই নয়, পরিবারের আরও অভিযোগ, ব্রেন ডেথ হওয়ার পর মৃতের পরিবারকে অর্গান ডোনেশনের জন্য চাপ দেওয়া হয়। দু’জন চিকিৎসক চাপ সৃষ্টি করে। সেই দুই চিকিৎসককে ক্ষমা প্রার্থনা করে মৃতের স্ত্রীকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে কমিশন। রোগীর পরিবারকে চিকিৎসায় গাফিলতির জন্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।