TRENDING:

কলকাতায় ফের ব্রিজ বিপত্তি ! আর্মেনিয়ান ঘাটে ফুটব্রিজের চাঙড় ভেঙে জখম পথচারী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আর্মেনিয়ান ঘাটে ফুটব্রিজ ভেঙে বিপত্তি। দুপুর দেড়টা নাগাদ ফুটব্রিজের একাংশ ভেঙে পড়ে। ব্রিজের নিচে একটি সেলুনের পাশে বসেছিলেন পেশায় ট্রাকচালক মহম্মদ সাদ্দাম। তাঁর কোমরে চোট লাগে। খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। আহত ব্যক্তিকে প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল-লাইনে যাতে ঝুঁকির পারাপার না হয়, সেজন্য প্রায় চল্লিশ বছর আগে রেললাইনের উপর এই ফুটব্রিজ তৈরি হয়েছিল। কিন্তু তাও ঝুঁকির পারাপার আটকানো যায়নি। রেললাইন পেরোনর ওভারব্রিজ ধীরে ধীরে হয়ে যায় মাথা গোঁজার আস্তানা। সেখানে প্রায় একশোর বেশি পরিবার থাকে। রক্ষণাবেক্ষণও হয়নি। ধীরে ধীরে অবস্থা খারাপ হয়েছে ফুটব্রিজের। প্লাস্টার খসে বেরিয়ে এসেছে লোহা। স্থানীয়রা বলছেন, বিকল্প ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়েই ফুটব্রিজে ঘর বেঁধেছেন।
advertisement

গতবছর, বারুইপুর স্টেশনের ফুটব্রিজের স্ল্যাব ভেঙে পড়ায় মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম আরও এক বৃদ্ধা। পুজোর বাজার সেরে ফিরছিলেন বারুইপুরের বাসিন্দা অসীমা প্রামাণিক। স্টেশনে পৌঁছনোর পরই হঠা‍ৎ ভেঙে পড়ে রেল ফুটব্রিজের আস্ত একটা স্ল্যাব। তার তলায় চাপা পড়েই মৃত্যু হয় তেতাল্লিশ বছরের অসীমার। গুরুতর জখম হন ছবি প্রামাণিক। বেগমপুরের বাসিন্দা ষাট বছরের ছবিকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। নিজেদের গাফিলতিতেই যে দুর্ঘটনা তা একপ্রকার স্বীকার করে নিয়েছে রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চলতি বছর মার্চ মাসে মুম্বইয়ে ছত্রপতী শিবাজি টার্মিনাস রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফুটব্রিজ। মৃত্যু হয় ৬জনের, আহত ৩০-এরও বেশি। ফুটব্রিজটার নামই হয়ে গিয়েছিল ‘কসাব ব্রিজ’। ২৬/১১-তে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন (সিএসটি)-এ তাণ্ডব চালানোর পরে এই সেতু পেরিয়েই নাকি কামা হাসপাতালে গিয়েছিল লস্কর জঙ্গি আজমল কসাব। সন্ধে সাড়ে সাতটায় সেই ব্রিজেরই কংক্রিটের পাটাতনের একটা বড় অংশ ভেঙে পড়ে নীচের রাস্তায়। মৃত দুই মহিলা-সহ ৬ জন। নিহত দুই মহিলা নিকটবর্তী জি টি হাসপাতালের কর্মী বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। সিএসটি-র ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তের সঙ্গে এই ব্রিজই জুড়েছে উল্টো দিকের বি টি লেনকে। কাছেই একটি ইংরেজি সংবাদপত্রের দফতর। ১৯৮৪ সালে তৈরি এই ফুটব্রিজ দিয়ে কয়েক লক্ষ মানুষ পারাপার করেন রোজ। দুর্ঘটনার সময়েও ব্রিজে ছিল অফিস টাইমের ভিড়। ভেঙে পড়া চাঙড়ের আঘাতে রাস্তাতেও জখম হয়েছেন অনেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ফের ব্রিজ বিপত্তি ! আর্মেনিয়ান ঘাটে ফুটব্রিজের চাঙড় ভেঙে জখম পথচারী