TRENDING:

ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর ৷
advertisement

আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা ও বাংলাদেশের ওপর জোড়া ঘূর্ণাবর্ত ৷ আর এই ঘূর্ণাবর্তের জেরেই বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি ও শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা ৷

অন্যদিকে, মঙ্গলবার রাতভর ডুয়ার্সে বৃষ্টি ৷ বৃষ্টি ভুটানপাহাড়েও ৷ প্রবল বৃষ্টির ফলে জলমগ্ন বানারহাট, বিন্নাগুড়ি ৷ জলমগ্ন বানারহাট হাসপাতালে ৷ জলমগ্ন ধূপগুড়ির একাধিক ওয়ার্ড ৷ জল বইছে রাজ্য ও জাতীয় সড়কে ৷ টানা বৃষ্টিতে সার্ক রোডও জলমগ্ন ৷ জলবন্দি প্রায় ৭০০ পরিবার ৷

advertisement

বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ৷ বৃষ্টিু হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙ ও দার্জিলিঙে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ শুক্রবার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, ফের রবিবার থেকে ভারী বৃষ্টির কবলে পড়তে পারে গোটা উত্তরবঙ্গ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা