আরও পড়ুন: মোদি সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী, পাল্টা দিলেন মমতা
অ্যাঞ্জেলা মারকেনটাইন প্রাইভেট লিমিটেডের সদর দফতর ক্লাইভ রোডে। গত বছরের অক্টোবর মাস পর্যন্ত সল্টলেকের সিএ ব্লকে চলেছিল সংস্থার দফতর। এদিন দুটি ঠিকানাতেই অভিযান চলে। বউবাজার থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে আগেও এই সংস্থার দফতরে অভিযান চালিয়েছিল পুলিশ। চলতি মাসের প্রথম দিকে নাগেশ্বর রাওয়ের নির্দেশেই কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান চালায় সিবিআই। তারপরে এদিন পুলিশের পালটা অভিযান সিবিআই কর্তার স্ত্রীর ঘনিষ্ঠ সংস্থায়।
advertisement
আরও পড়ুন: 'দিদি, চা-ওয়ালাকে এত ভয় কেন?', জলপাইগুড়ির জনসভায় কটাক্ষ মোদির
Location :
First Published :
February 08, 2019 9:52 PM IST
