এই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী । পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করেন ওই আইনজীবি ৷
শুক্রবার এই মামলায় অনুদানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না, জানিয়ে দিয়েছে হাইকোর্ট ।
রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ-জনগণের টাকা কোন প্রেক্ষিতে ব্যবহার করা হবে,টাকা দেওয়ার গাইডলাইন কী? এছাড়াও অন্য সম্প্রদায়ের মূল উৎসবে আর্থিক অনুদান দেওয়া হয় কি না, নির্দিষ্ট ২৮ হাজার ক্লাবগুলি ছাড়াও অন্য পুজোগুলি টাকা পাবে কি না ও বেছে বেছে কীভাবে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে রাজ্যের কাছে প্রশ্ন তুলেছে হাইকোর্ট । পুরো টাকা খরচ না হলে অবশিষ্ট টাকা ফেরত পাওয়া যাবে কি না এই নিয়েও রাজ্যের কাছে উত্তর চেয়েছে হাইকোর্ট ।
advertisement