শান্ত ডোঙ্গলে কী উদ্দেশে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা ? ডোঙ্গলে বসেই কি নতুন পরিকল্পনার ছক করছিল তারা ? ইত্যাদি সব কিছুই এখন খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। কদর খাগড়গড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত। জঙ্গি প্রশিক্ষণ ও নিয়োগের দায়িত্বে ছিল তার কাঁধে। ধৃতরা বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষ বলেই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে।
advertisement
জামাত জঙ্গি কওসরকে জের করে সাজ্জাদ ও কদরের খবর পায় এনআইএ ৷ ধৃতদের কাছে মিলেছে ঘড়ি ও তার ৷ এনআইএ-র ওয়ান্টেড তালিকায় নাম ছিল এই দুই জঙ্গির ৷ দীর্ঘদিন দক্ষিণ ভারতে গা ঢাকা দিয়েছিল তারা ৷ এরপর এরাজ্যে এসে রাজমিস্ত্রির কাজ করছিল সাজ্জাদরা ৷ ধৃতদের আজ, মঙ্গলবার এনআই আদালতে তোলা হবে ৷
advertisement
Location :
First Published :
January 29, 2019 10:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র জালে আরও ২, গ্রেফতার কওসর ঘনিষ্ঠ কদর ও সাজ্জাদ