TRENDING:

জিন্স পরা মহিলাদের সন্তানরা ট্রান্সজেন্ডার হয়! দাবি কেরালার এক শিক্ষকের

Last Updated:

মেয়েরা জিনস পরলে তাঁদের সন্তানরা রূপান্তরকামী হয়। এমন কথাই বললেন, কেরালার এক শিক্ষক, ডঃ রাজিত কুমার। কালাডি'র 'শ্রী শঙ্কর কলেজ'-এর উদ্ভিদবিদ্যার শিক্ষক তিনি। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন যৌনতা ও সমকামিতার বিষয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরালা: জিন্স পরা মহিলাদের সন্তানরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী  হয়! এমনটাই দাবি কেরালার এক শিক্ষক, ডঃ রাজিত কুমার-এর। কালাডি'র 'শ্রী শঙ্কর কলেজ'-এর উদ্ভিদবিদ্যার শিক্ষক তিনি। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন যৌনতা ও সমকামিতার বিষয়ে।
advertisement

রাজিত কুমারের দাবি, একজন মহিলা যিনি পুরুষের মতো পোশাক পরেন, সে কীরকম স্বভাবের সন্তানের জন্ম দেবেন? এইসমস্ত মহিলার জন্ম দেওয়া সন্তানদের বলে, 'ট্রান্সজেন্ডার', বা 'নপুমসকম', ' হিজড়া'।

তিনি আরও বলেন, তখনই একজন স্বামী-স্ত্রীর সুস্থ, স্বাভাবিক সন্তান হয়, যখন একজন পুরুষ পুরুষের মতো পোশাক পরেন এবং একজন মহিলা মহিলার মতো পোশাক পরেন। যখন একজন মহিলা তাঁর নারীত্ব ও একজন পুরুষ তাঁর পুরুষত্ব বিসর্জন দেন তখন তাঁদের জন্ম দেওয়া কন্যা সন্তান ট্রান্সজেন্ডার হয়।

advertisement

এখানেই শেষ নয়! 'ডাক্তার' মনে করেন, বিদ্রোহী নারী, পুরুষ এবং বিশেষ করে সেই সমস্ত নারী, যাঁরা জিন্স পরেন, তাঁদের সন্তানরা নাকি অটিস্টিক হয়।

রাজিত কুমারের এইসমস্ত মন্তব্য শুনে, স্বাস্থ্য ও মানবকল্যান বিষয়ক মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না ডঃ রাজিত কুমার। মন্ত্রী কেকে শৈলজা জানান, '' রাজিত কুমার বারবার যৌনতা ও কুসংস্কার মূলক বার্তা ছড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

advertisement

কিন্তু নিজের মন্তব্যে অটল, অনড় রাজিত। দ্বিধাহীন তাঁর জ্ঞান নিয়ে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, '' বিজ্ঞান ও বহু বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তিনি এইসমস্ত মন্তব্য করেছেন।''

আরও পড়ুন- ভিডিওকন মামলা: ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর

বাংলা খবর/ খবর/দেশ/
জিন্স পরা মহিলাদের সন্তানরা ট্রান্সজেন্ডার হয়! দাবি কেরালার এক শিক্ষকের