নিঃসন্দেহে ৮৭ বছর পর এক ব্যতিক্রমী অগাস্ট কেরলের। ১৯৩১ সালে বৃষ্টিতে বানভাসি হয়েছিল দক্ষিণের এই রাজ্য। গত ৯ অগাস্ট থেকে এখনও পর্যন্ত দেশের বৃষ্টিপাতের তুলনায় কেরলে বৃষ্টি হয়েছে ১৭০ শতাংশ বেশি। রাজ্যবাসীর কাছে স্বস্তি আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুন-প্রয়োজন ২০০০ কোটি, মিলেছে মাত্র ৫০০ কোটি, কেরলের ত্রাণ প্যাকেজে অস্বস্তিতে মোদি সরকার
advertisement
এখনও জলের নীচে কেরলের ১০টি জেলা। ত্রাণ ও উদ্ধারে দিন-রাত এক করে দিচ্ছেন সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের জওয়ানরা। এদিনও পাল্লাকাদে ধস নেমেছে। জলের তোড়ে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙেছে। এনডিআরএফের ডিজি জানিয়েছেন, বৃষ্টির পরিমাণ কমলে উদ্ধার আরও দ্রুত সম্ভব হবে।
ইতিমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলের পরিকাঠামো উন্নয়নে ৫০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। যদিও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, পরিস্থিতি যা তাতে ২০০০ কোটি টাকাও কম হতে পারে।