TRENDING:

কর্ণাটক নির্বাচন ২০১৮ : কংগ্রেস-বিজেপি প্রচারে, কিন্তু মৌন মায়াবতী

Last Updated:

যতদিন যাচ্ছে কর্ণাটক নির্বাচন নিয়ে রাজ্য বেশ সরগরম হতে শুরু করেছে । মাস দুয়েক আগে বিএসপি সুপ্রিমো মায়াবতী ও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার অধ্যক্ষ এইচডি দেবগৌড়া একসঙ্গে কর্ণাটকে একটি সভা উপস্থিত ছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্গালোর:যত দিন যাচ্ছে কর্ণাটক নির্বাচন নিয়ে রাজ্য বেশ সরগরম হতে শুরু করেছে । মাস দুয়েক আগে বিএসপি সুপ্রিমো মায়াবতী ও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার অধ্যক্ষ এইচডি দেবগৌড়া একসঙ্গে কর্ণাটকে একটি সভা উপস্থিত ছিলেন । ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার ২১ টি আসন দেবগৌড়া মায়াবতীকে ছেড়ে দিতে পারেন । এমনটাই মন্তব্য করেছিলেন দেবগৌড়া । অন্যদিকে এসপি সুপ্রিমো বলেন  তাঁর দল কংগ্রেস ও বিজেপি হারাবার ক্ষমতা রাখে ।
advertisement

বিএসপির হাতি (নির্বাচনী চিহ্ন) আর জেডিএসের শুকনো ঘাস মাথায় মহিলা (নির্বাচনী চিহ্ন) জোট বাঁধতে দেখে প্রধান বিরোধী দল বিজেপি তথা বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী তাঁর ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন । ভোটের ময়দানে বিএসপি থাকায় বিজেপি-র দলিত বিরোধী ভোট নিজের দিকে টানতে পারে বিএসপি আর বিএসপি নির্বাচনী ময়দানে থাকায় কংগ্রেস বেশি সুবিধা দিতে পারে । কংগ্রেস নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন মায়াবতীর উপস্থিতি বিজেপির ফায়দাই করবে ।

advertisement

জেডিএস-বিএসপি সাথে জোট নিয়ে প্রবল প্রচার করেছিল । কিন্তু এখন সবাই চুপ যেখানে নির্বাচনের এখন মাত্র ১ মাস বাকি । বিএসপির কর্ণাটক নেতৃত্ব বা প্রার্থীরা এখনও তেমন ভাবে প্রচার শুরু করেনি ।

রাজনৈতিক মহল মনে করছে গত মাসে গোরক্ষপুর ও ফুলপুরে উপনির্বাচনে এসপি-বিএসপি জোটের কাছে বিজেপির পরাজয় চর্চায় আসার পর থেকে মায়াবতী প্রতিনিয়ত ভাবনা চিন্তার পরিবর্তন করছেন । তাই মনে করা হচ্ছে হাতি আর সাইকেলের জোটই এক নতুন দিনের রাজনৈতিক দিশা হতে পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জেডিইউএস প্রাক্তন উপাধ্যক্ষ চৌধুরি চরণ সিং ঘনিষ্ঠ অধ্যাপক নরসিমাপ্পা মনে করছেন উত্তরপ্রদেশ উপনির্বাচন থেকে মায়াবতী নিজের শক্তি বুঝতে পেরেছেন । এখন তাঁর স্থির বিশ্বাস তিনি বিজেপিকে হারাতে পারেন তবে অবিজেপি ভোট নিজের পক্ষে টেনে নিতে আগ্রহী নন । আর কংগ্রেস যদি ক্ষমতায় আসে সে ব্যাপারেও তাঁর দুশ্চিন্তা হওয়ার কথা নয় । হয়ত তাই তিনি মৌন । সমস্ত হিসাব মিলবে না হিসাবের বাইরের হিসাবই সত্যি হবে ! এখন অপেক্ষার মাত্র এক মাস ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক নির্বাচন ২০১৮ : কংগ্রেস-বিজেপি প্রচারে, কিন্তু মৌন মায়াবতী