আরও পড়ুন: রণবীরকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছিলাম: দীপিকা
আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস পড়েছে ৷ আর শ্রাবণ মাস মানেই তা দেবাদিদেব মহাদেবের মাস ৷ তাই মহাদেবের আরাধনায় শ্রাবণ মাসের সোমবারকে বেছে নিয়েছিলেন বলি অভিনেত্রীও ৷ শিবের দর্শন করতে উড়ে গিয়েছিলেন কোয়াম্বাত্তুর ৷ সেখানে আদিশক্তি আশ্রমে গিয়ে ধ্যানলিঙ্গ শিবের মূর্তি দর্শন করেন তিনি ৷ ট্যাডিশনাল শাড়ি আর ফুলের মালায় সেজে মন্দিরে যান কঙ্গনা ৷ শিবের মাথায় জল ঢালেন ৷ ভক্তি ভরে পুজোও দেন ৷
advertisement
২০১৯-এর ২৫ জানুয়ারি পর্দায় আসবে ‘মণিকর্ণিকা’ ৷ এই ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ৷
Location :
First Published :
July 25, 2018 12:14 PM IST