TRENDING:

শপিং মলে আছাড় খেয়ে পড়লেন কাজল, ভাইরাল ভিডিও

Last Updated:

আঘটন যখন তখন ঘটতে পারে ৷ অঘটন তো ছোট-বড় ভেদ করে না ৷ তারকা না সাধারণ মানুষ, সে সব বিচার করার ভারও নেই তার কাঁধে ৷ তাই কোনও কারণ ছাড়াই এমন অঘটন ঘটে যেতে পারে যে কারও সঙ্গেই ৷ এদিন যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আঘটন যখন তখন ঘটতে পারে ৷ অঘটন তো ছোট-বড় ভেদ করে না ৷ তারকা না সাধারণ মানুষ, সে সব বিচার করার ভারও নেই তার কাঁধে ৷ তাই কোনও কারণ ছাড়াই এমন অঘটন ঘটে যেতে পারে যে কারও সঙ্গেই ৷
advertisement

এদিন যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে ৷ শপিং মলে দিব্যি হাঁটছিলেন নায়িকা ৷ পরনে দুধ সাদা মিডি ড্রেস, কানে ঝলমলে হিরে, টেনে বাঁধা পনিটেল ৷ পায়ে ছিল সাদা-কালোয় ম্যাচিং হিলস ৷ ওই শপিং মলে একটি প্রডাক্ট লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি ৷ কাজলের পাশেই ছিলেন তাঁর দেহরক্ষীরাও ৷

advertisement

আরও পড়ুন: ‘জিরো’র সমাপ্তি ! ইমোশনাল পোস্ট করলেন শাহরুখ খান

কিন্তু আচমকাই বিপদ ৷ হাঁটতে হাঁটতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নায়িকা ৷ উল্টে পরেন মলের মেঝেতে ৷ সঙ্গে সঙ্গে অবশ্য তাঁকে ধরে ফেলেন দেহরক্ষীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ কাজলের আছাড় খেয়ে পড়ার সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ৷

advertisement

আরও পড়ুন: রেলিং দিয়ে পড়ে যাবে তো, যোগ দিবসে ব্যায়াম করে ট্রোলড মিমি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শপিং মলে আছাড় খেয়ে পড়লেন কাজল, ভাইরাল ভিডিও