এদিন যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে ৷ শপিং মলে দিব্যি হাঁটছিলেন নায়িকা ৷ পরনে দুধ সাদা মিডি ড্রেস, কানে ঝলমলে হিরে, টেনে বাঁধা পনিটেল ৷ পায়ে ছিল সাদা-কালোয় ম্যাচিং হিলস ৷ ওই শপিং মলে একটি প্রডাক্ট লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি ৷ কাজলের পাশেই ছিলেন তাঁর দেহরক্ষীরাও ৷
advertisement
আরও পড়ুন: ‘জিরো’র সমাপ্তি ! ইমোশনাল পোস্ট করলেন শাহরুখ খান
কিন্তু আচমকাই বিপদ ৷ হাঁটতে হাঁটতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নায়িকা ৷ উল্টে পরেন মলের মেঝেতে ৷ সঙ্গে সঙ্গে অবশ্য তাঁকে ধরে ফেলেন দেহরক্ষীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ কাজলের আছাড় খেয়ে পড়ার সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ৷
আরও পড়ুন: রেলিং দিয়ে পড়ে যাবে তো, যোগ দিবসে ব্যায়াম করে ট্রোলড মিমি