TRENDING:

‘একেক সময় নিজের ভুল শোধরানো কষ্টকর হয়ে যায়’

Last Updated:

সময়টা বড় ভাল যাচ্ছে না অভিনেতা জয় মুখোপাধ্যায়ের জীবনে ৷ একদিকে বান্ধবী সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের অবনতি, তায় আবার গ্রেফতারি, থানা-পুলিশ, জামিন...হাজার ঝুট ঝামেলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সময়টা বড় ভাল যাচ্ছে না অভিনেতা জয় মুখোপাধ্যায়ের জীবনে ৷ একদিকে বান্ধবী সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের অবনতি, তায় আবার গ্রেফতারি, থানা-পুলিশ, জামিন...হাজার ঝুট ঝামেলা ৷ কিন্তু জীবন তো কারও জন্য থেমে থাকে না ৷ নিজের সাম্প্রতিক পোস্টে সেটাই যেন প্রমাণ করতে চাইলেন জয় ৷
advertisement

তবে নিন্দুকরা আবার বলছেন সত্যিই কী জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা, নাকি এখানেও প্রাক্তনের সঙ্গে রেষারেষি ? কারণ সদ্যই নিজের একটি হাসুখুশি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছিলেন, ‘প্রতিদিন কীভাবে জীবন কাটাব তা আমিই ঠিক করি ৷ আর আজ আমি আনন্দকে বেছে নিয়েছি ৷’

আরও পড়ুন: প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি, জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

advertisement

এই পোস্টের পরপরই সোশ্যালের দেওয়ালে একটি পোস্ট করেন জয়ও ৷ সাদা-কালো ছবিটিতে দেখা যাচ্ছে, ছাদের কার্নিশের পাশে দাঁড়িয়ে ধূমপান করছেন জয় ৷ নীচে ক্যাপশনে লেখা, ‘একেক সময় নিজের ভুল শোধরানো কঠিন হয়ে যায় ৷’ গত কয়েকদিনে ব্যক্তিগত জীবনটা একটু টালমাটাল হয়ে গিয়েছে অভিনেতার ৷ তাঁর বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন দীর্ঘদিনের বান্ধবী সায়ন্তিকা ৷ এই অভিযোগের জেরেই গত শনিবার যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করে জয়কে ৷ পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যান তিনি ৷ তবে জয়-সায়ন্তিকা চর্চা কমছে না ইন্ডাস্ট্রিতে ৷

advertisement

আরও পড়ুন: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হামলা, গ্রেফতার অভিনেতা জয় মুখোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
গা ছমছমে ঘন জঙ্গলে মূর্তি ছাড়া মায়ের আরাধনা! শতাব্দী প্রাচীন বনকালীর পুজোর ইতিহাস জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘একেক সময় নিজের ভুল শোধরানো কষ্টকর হয়ে যায়’