১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় জামিন পেলেও, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সলমন খান। এমনটাই সিদ্ধান্ত নেয় যোধপুর সেশনস কোর্ট। কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই 'ভাইজান'-কে বিদেশে পাড়ি দিতে হবে। যেতে হবে চারটে ভিন্ন রাষ্ট্রে! তাই, যোধপুর সেশনস কোর্টে, দেশ ছাড়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি।
সেশনস কোর্টের বিচারক চন্দ্র কুমার সোঙ্গাড়া সলমনের আবেদন মঞ্জুর করেন। আবেদন পেশ করেছিলেন সলমনের অ্যাডভোকেট মহেশ বোড়া। শুনানির প্রথম দিকে বিরোধী পক্ষের উকিল পোকার রাম আদালতের সামনে নানান যুক্তি খাড়া করলেও, শেষমেশ জিতে যান সলমনই।
advertisement
Location :
First Published :
April 17, 2018 4:03 PM IST
