TRENDING:

Wipro Recruitment: কলকাতায় উইপ্রোর টিম লিডার পদে চলছে নিয়োগ, গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুন

Last Updated:

কলকাতা কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে উইপ্রো ৷ যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে উইপ্রো ৷ এই পদের মূল দায়িত্ব হবে প্রোডাকশন বিভাগের টিম পরিচালনা সঙ্গে উৎপাদন এবং কাজের গুণমান বৃদ্ধি ৷ নিয়োগের আই.ডি নম্বর -২৯৪৭৬৮৪
কলকাতায় উইপ্রোর টিম লিডার পদে চলছে নিয়োগ, গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুণ
কলকাতায় উইপ্রোর টিম লিডার পদে চলছে নিয়োগ, গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুণ
advertisement

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ তবে টিম পরিচালনার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ এম এস অফিস ব্যবহারের জ্ঞান থাকতে হবে৷ অবশ্য কিছু ক্ষেত্রে এই বিশেষ পদে আবেদনকারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার থাকবে৷ লিন,সিক্স-সিগমার মতো কোনও ‘কন্টিনিউয়াস যাঁর থাকবে তিনি অগ্রাধিকার পাবেন৷ টিম ম্যানেজমেন্টে পারদর্শিতা এই পদের প্রধানতম বিবেচ্য যোগ্যতা৷

advertisement

অনলাইন আবেদন করা যাবে উইপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট careeres.wipro.com-এর মাধ্যমে৷ সঙ্গে পদের বিষয়ে সমস্ত তথ্যের জানতেও ভরসা রাখুন এই ওয়েবসাইটে৷ আবেদনের শেষ তারিখ নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি৷

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
কাজের স্থান কলকাতা
শিক্ষাগত যোগ্যতা যেকোনও শাখায় স্নাতক
আবেদন পদ্ধতি অনলাইন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ভারতের অন্যতম সেরা এই কোম্পানিতে কাজ করার জন্য উৎসাহী থাকেন অনেকেই৷ গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করুন৷ তবে অনেকসময় সুযোগ থাকলেও বাড়ির বাইরে যাওয়ার সমস্যা থেকে যায়৷ কিন্তু নতুন এই নিয়োগে সেই সমস্যা দূর হবে৷ বাড়ির কাছাকাছি কলকাতা কেন্দ্রের এই নতুন পদে যোগ্য হলে যত দ্রুত সম্ভব আবেদন করুন৷

বাংলা খবর/ খবর/চাকরি/
Wipro Recruitment: কলকাতায় উইপ্রোর টিম লিডার পদে চলছে নিয়োগ, গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল