ইতিমধ্যেই এই বদলি প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। মূলত শিক্ষক নিয়োগ নিয়ে শূন্য পদ যাতে সংরক্ষিত থাকে তার জন্য এই বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর রাজ্য এগোচ্ছে নতুন নিয়োগের দিকে। অর্থাৎ নবম-দশম,একাদশ- দ্বাদশ স্তরে স্কুল শিক্ষা দফতর নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই তার শূন্য পদ চূড়ান্ত হয়ে গিয়েছে। রোস্টার তৈরির জন্য অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নবান্ন।
advertisement
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
আরও পড়ুন: তালিকায় '৩৮ 'তৃণমূলী'...! কত জন 'সরাসরি' যোগাযোগে? চুঁচুড়ায় বড় বোমা ফাটালেন মিঠুন
যদিও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি এই শূন্য পদ গুলি তৈরি ও সংরক্ষিত করার জন্যই গোটা বদলি প্রক্রিয়াকে আপাতত স্থগিত রাখা হল। ইতিমধ্যেই এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ২০ হাজারেরও বেশি শিক্ষক বাড়ির কাছে বদলির সুযোগ পেয়েছেন। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও এই পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা হলেও শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতরেরর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলেই দাবি করেছে স্কুল শিক্ষা দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
