পদের নাম:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডেন্টাল সার্জেন্ট, ডেন্টাল সার্জেন্ট-কাম-টিউটর এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদের জন্য নিয়োগ করা হবে।
আরও পড়ুন-দেশজুড়ে নিয়োগ করবে IRCTC, রেলে চাকরির এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! জানুন
পদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৪৫ টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
বিজ্ঞপ্তি নম্বর: R/Ayurvedic Pharmacist/7/2023: আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- ৩৫টি পদ (সাধারণ ১৬, তপসিলি জাতি ৮, তপসিলি উপজাতি ৪, ও বি সি-এ ৩ ও বি সি-বি তিন)।
বিজ্ঞপ্তি নম্বর: R/Dental Surgeon cum-Clinical Tutors/Demonstrators_WBDES/9/2023: ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- ৬৬ টি পদ (সাধারণ ২৮, সাধারণ-দৈহিক প্রতিবন্ধী ২, তপসিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ৭)।
বিজ্ঞপ্তি নম্বর: R/Dental Surgeon_WBDES/9/2023: ডেন্টাল সার্জেন্ট:- ৪৪ টি পদ (সাধারণ ১০, সাধারণ-দৈহিক প্রতিবন্ধী ১, তপসিলি জাতি ৫, তপসিলি উপজাতি ৫, ও বি সি-এ ৩ ও বি সি-বি ৮, আর্থিক ভাবে অনগ্রসর
২)।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ সহ পুরো দেশে CRPF-এ বিপুল পদে নিয়োগের মহাসুযোগ! জানুন
শিক্ষাগত যোগ্যতা:
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- আয়ুর্বেদিক ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ সঙ্গে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পর্ষদের আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় পড়তে, লিখতে ও জানতে হবে।
ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- শিক্ষাগত যোগ্যতা ডেন্টাল সার্জারিতে স্নাতক সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকতে হবে।
ডেন্টাল সার্জেন্ট:- ডেন্টাল সার্জারিতে স্নাতক ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স:
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- বিজ্ঞপ্তি অনুসারে বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে।
ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- বিজ্ঞপ্তি অনুসারে
বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
ডেন্টাল সার্জেন্ট:- বিজ্ঞপ্তি অনুসারে বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- বেতন ২৭০০০ থেকে ৬৯৮০০ টাকা হবে। প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।
ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- ৫৬১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন পাবেন।
ডেন্টাল সার্জেন্ট:- ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন পাবেন।
নির্বাচনের পদ্ধতি:
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ইন্টারভিউ এর সময় বাংলা ভাষায় দক্ষতা যাচাই করা হবে।
ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
ডেন্টাল সার্জেন্ট:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
সব ক্ষেত্রেই ১-১-২০২৩ তারিখের প্রার্থী নির্ধারিত বয়স হতে হবে। রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.wbhrb.in
আবেদন পদ্ধতি:- আবেদনর সময় প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, পরিচয় পত্র, রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।
অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা আবেদন পত্রের এক কপি প্রিন্টআউট নিয়ে নেবেন।
আবেদন ফি:- ফি বাবদ অনলাইনে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে দিতে হবে ১১০ টাকা। রাজ্যের তপসিলি ও দৈহিক-প্রতিবন্ধী প্রার্থীদের কোন ফি দিতে লাগবে না। ফি দিয়ে পাওয়া রিসিপ্ট নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের শেষ তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, করা যাবে ৩১ শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।