TRENDING:

West Bengal Health Recruitment 2023: রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখুন

Last Updated:

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বেছে নেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বেছে নেওয়া হবে।
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিরাট সুযোগ
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিরাট সুযোগ
advertisement

পদের নাম:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডেন্টাল সার্জেন্ট, ডেন্টাল সার্জেন্ট-কাম-টিউটর এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদের জন্য নিয়োগ করা হবে।

আরও পড়ুন-দেশজুড়ে নিয়োগ করবে IRCTC, রেলে চাকরির এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! জানুন

পদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৪৫ টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

বিজ্ঞপ্তি নম্বর: R/Ayurvedic Pharmacist/7/2023: আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- ৩৫টি পদ (সাধারণ ১৬, তপসিলি জাতি ৮, তপসিলি উপজাতি ৪, ও বি সি-এ ৩ ও বি সি-বি তিন)।

বিজ্ঞপ্তি নম্বর: R/Dental Surgeon cum-Clinical Tutors/Demonstrators_WBDES/9/2023: ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- ৬৬ টি পদ (সাধারণ ২৮, সাধারণ-দৈহিক প্রতিবন্ধী ২, তপসিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ৭)।

advertisement

বিজ্ঞপ্তি নম্বর: R/Dental Surgeon_WBDES/9/2023: ডেন্টাল সার্জেন্ট:- ৪৪ টি পদ (সাধারণ ১০, সাধারণ-দৈহিক প্রতিবন্ধী ১, তপসিলি জাতি ৫, তপসিলি উপজাতি ৫, ও বি সি-এ ৩ ও বি সি-বি ৮, আর্থিক ভাবে অনগ্রসর

২)।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ সহ পুরো দেশে CRPF-এ বিপুল পদে নিয়োগের মহাসুযোগ! জানুন

শিক্ষাগত যোগ্যতা:

advertisement

আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- আয়ুর্বেদিক ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ সঙ্গে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পর্ষদের আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় পড়তে, লিখতে ও জানতে হবে।

ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- শিক্ষাগত যোগ্যতা ডেন্টাল সার্জারিতে স্নাতক সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকতে হবে।

advertisement

ডেন্টাল সার্জেন্ট:- ডেন্টাল সার্জারিতে স্নাতক ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়স:

আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- বিজ্ঞপ্তি অনুসারে বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে।

ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- বিজ্ঞপ্তি অনুসারে

বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।

ডেন্টাল সার্জেন্ট:- বিজ্ঞপ্তি অনুসারে বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- বেতন ২৭০০০ থেকে ৬৯৮০০ টাকা হবে। প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।

ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- ৫৬১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন পাবেন।

ডেন্টাল সার্জেন্ট:- ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন পাবেন।

নির্বাচনের পদ্ধতি:

আয়ুর্বেদিক ফার্মাসিস্ট:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ইন্টারভিউ এর সময় বাংলা ভাষায় দক্ষতা যাচাই করা হবে।

ডেন্টাল সার্জেন্ট-কাম-ক্লিনিকাল-টিউটর:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।

ডেন্টাল সার্জেন্ট:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।

সব ক্ষেত্রেই ১-১-২০২৩ তারিখের প্রার্থী নির্ধারিত বয়স হতে হবে। রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.wbhrb.in

আবেদন পদ্ধতি:- আবেদনর সময় প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, পরিচয় পত্র, রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।

অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা আবেদন পত্রের এক কপি প্রিন্টআউট নিয়ে নেবেন।

আবেদন ফি:- ফি বাবদ অনলাইনে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে দিতে হবে ১১০ টাকা। রাজ্যের তপসিলি ও দৈহিক-প্রতিবন্ধী প্রার্থীদের কোন ফি দিতে লাগবে না। ফি দিয়ে পাওয়া রিসিপ্ট নিজের কাছে রেখে দেবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

আবেদনের শেষ তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, করা যাবে ৩১ শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Health Recruitment 2023: রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল