TRENDING:

WBCS Examination 2023: রাজ্যে WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগের বিরাট সুযোগ! জানুন

Last Updated:

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে, WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)-২০২৩ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে, WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)-২০২৩ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুই পর্যায়ে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে জুনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দার্জিলিং জেলার তপসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়াং সাব ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষাকেন্দ্রেই হবে। কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। তবে মেন পরীক্ষার সব প্রার্থীদের ক্ষেত্রেই কলকাতায় হবে। পার্সোনালিটি টেস্ট হবে কমিশনের অফিসে। ডব্লু বি সি এস পরীক্ষা ৪টি গ্রুপে বিন্যস্ত এ গ্রুপগুলি হলেও 'এ' 'বি' 'সি' এবং 'ডি'। একজন প্রার্থী একটি আবেদনপত্রে চারটি গ্রুপের জন্যই দরখাস্ত করতে পারেন।
রাজ্যে WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগের বিরাট সুযোগ
রাজ্যে WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগের বিরাট সুযোগ
advertisement

বয়স:- ১-১-২০২৩ তারিখে 'এ' ও 'সি' গ্রুপের প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। 'বি' গ্রুপের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ৩৬ এর মধ্যে। 'ডি' গ্রুপের প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত তপসিলিরা ৫ এবং বি সি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীরা অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে এবং ৪৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। অন্যান্য রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে গণ্য করা হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিড কার্ড বা সমতুল্য।

advertisement

আরও পড়ুন- অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির বাম্পার সুযোগ! জেনে নিন বিস্তারিত

পদের নাম:- 'এ' গ্রুপ: নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ), ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস (এমপ্লয়মেন্ট অফিসার [টেকনিক্যাল] বাদে )।

advertisement

গ্রুপ 'বি': ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস।

গ্রুপ 'সি': সুপারিন্টেন্ডেন্ট-ডিস্ট্রিক কারেকশনাল হোম, ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেরার বিজনেস প্র্যাক্টিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস (গ্রেট ওয়ান), অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিস্পিউটস রিড্রেসাল কমিশন), অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার(ইরিগেশন), চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস।

advertisement

গ্রুপ 'ডি': ইনস্পেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট।

বেতন:- গ্রুপ 'এ' ও 'বি' ক্ষেত্রে ন্যূনতম বেতন ৫৬,১০০-১,৪৪,৩০০টাকা। গ্রুপ 'সি'-র বেতন সুপারিন্টেন্ডেন্ট-ডিস্ট্রিক কারেকশনাল হোম পদের ক্ষেত্রে ৪২,৬০০ টাকা থেকে ১,০৯৮০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার(ইরিগেশন), চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস পদের ক্ষেত্রে ৩৫,৮০০-৯২,১০০ টাকা এবং বাকি পদগুলির ক্ষেত্রে ৩৯,৯০০-১,০২৮০০ টাকা। গ্রুপ 'ডি' বেতন ৩২,১০০-৮২,৯০০ টাকা।

advertisement

আরও পড়ুন- ভোডাফোন আইডিয়া লিমিটেড কলকাতা টেরিটরিতে নিয়োগের বিরাট সুযোগ বিজ্ঞপ্তি জারি হয়েছে! জেনে নিন বিস্তারিত

যোগ্যতা:-  এই পরীক্ষায় কতগুলি গ্রুপে আবেদন করতে হলে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন। এই পরীক্ষায় বসার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোন শাখায় গ্রাজুয়েট ডিগ্রি। তাছাড়া বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের বাংলা না জানলেও চলবে।

ক) ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ 'বি': আবেদনের জন্য নির্দিষ্ট শারীরিক মাপজোক দরকার। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ১.৬৫ মিটার, মহিলাদের ক্ষেত্রে অন্তত ১.৫০ মিটার। গোর্খা প্রার্থীরা উচ্চতায় নিয়ম অনুসারে ছাড় পাবে।

খ) অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার গ্রুপ 'সি': একেবারে প্রান্তিক অঞ্চলে গ্রামেগঞ্জে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা থাকতে হবে।

গ) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস গ্রুপ 'সি': অন্ধ মুখ ও বধির প্রতিবন্ধীদের হোমে যেহেতু কাজ করতে হবে, তাই তাদের প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত ডিগ্রী ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। যদি তা না থাকে তাহলে চাকরি পাওয়ার পর এই প্রশিক্ষণ নিতে হবে।

ঘ) ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, গ্রেট ওয়ান গ্রুপ 'সি': বাংলা পরীক্ষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। নেপালি ভাষাটির ক্ষেত্রে এই শর্তে ছাড় আছে। তবে চাকরি পাওয়ার দু বছরের মধ্যে বাংলায় একটি বিভাগীয় পরীক্ষায় সফল হতে হবে।

নির্বাচন পদ্ধতি:- ডব্লু বি সি এস পরীক্ষা তিনটি পর্বে হয়। প্রথম পর্বে আছে অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা। মনে রাখবেন প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র একটি স্ক্রিনিং টেস্ট এতে পাওয়া নম্বর চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য গণ্য হবে না। এই পরীক্ষায় সফল হলে লিখিত মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মেলে। মেন পরীক্ষায় সফল হলে নেওয়া হয় তৃতীয় পর্যায়ের পার্সোনালিটি টেস্ট যেন এবং পার্সোনালিটি টেস্ট সফলতার বৃদ্ধিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয়।

আবেদন পদ্ধতি:- অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https//wbpsc.gov.in প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে ২১ শে মার্চ পর্যন্ত। মনে রাখবেন অনলাইনে দরখাস্ত করার সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো ও কালো কালির সই আপলোড করতে হবে। আবেদন সংশোধন করা যাবে ৩১ শে মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। দরখাস্ত করার আগে প্রার্থীদের উক্ত ওয়েবসাইটের মাধ্যমে 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' করতে হবে। তবে কোন প্রার্থী যদি আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত কোন চাকরির পরীক্ষায় দরখাস্তের ক্ষেত্রে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে থাকেন, তাকে আর দ্বিতীয় বার করতে হবে না। আগের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমেই অনলাইন দরখাস্ত করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবেদন ফি:- ফি বাবদ দিতে হবে ২১০ টাকা সার্ভিস চার্জ ও জিএসটি অতিরিক্ত। অনলাইন এবং অফলাইন দু রকমের ভাবেই ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দেয়া যাবে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইনে ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ ২১ শে মার্চ। অফলাইন ফ্রি জমা দিতে হলে চালানের মাধ্যমে দিতে হবে। চালান ডাউনলোড করে নেবে উপরোক্ত ওয়েবসাইট থেকে চালানোর মাধ্যমে ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ ২২ মার্চ। তবে চালান জেনারেট করার শেষ তারিখ ২১ শে মার্চ। পশ্চিমবঙ্গের তপসিলি ও দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোন ফ্রিতে দিতে লাগবেনা।

বাংলা খবর/ খবর/চাকরি/
WBCS Examination 2023: রাজ্যে WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগের বিরাট সুযোগ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল