TRENDING:

WB Police Admit Card 2023: পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে নিয়োগ! এসেছে অ্যাডমিট; রইল ডাউনলোডের উপায়

Last Updated:

WB Police Admit Card 2023: পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল বা মহিলা কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার জন্য ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিপিআরবি)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইতিপূর্বে জারি হয়েছিল নিয়োগের বিজ্ঞপ্তি। সরকারি যে সব কাজের নিয়োগের খবরের দিকে চোখ রাখেন রাজ্যের প্রার্থীরা, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মধ্যে অগ্রগণ্য বলাই যায়। এবার পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল বা মহিলা কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার জন্য ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিপিআরবি)। ফলে ওই পদের জন্য যে সব প্রার্থী আবেদন করেছেন, তাঁরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাডমিট কার্ড ২০২৩: জরুরি বিষয়

পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে লিখিত পরীক্ষা নেবে রিক্রুটমেন্ট বোর্ড। এই রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মোট ১৪২০টি শূন্য পদ পূরণ করার লক্ষ্য গ্রহণ করেছে। প্রার্থীরা নিম্নোক্ত উপায়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাডমিট কার্ড ২০২৩: অ্যাডমিট কার্ড ডাউনলোড করার উপায়

১. প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in যেতে হবে।

২. অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে হোমপেজে আসতে হবে। সেখান থেকে রিক্রুটমেন্ট ট্যাবে যেতে হবে।

৩. এবার লেডি কনস্টেবল ২০২৩ অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. নিজের লগ-ইন সংক্রান্ত তথ্য দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

advertisement

৫. এবার স্ক্রিনে ভেসে উঠবে প্রার্থীর অ্যাডমিট কার্ড।

৬. ভবিষ্যতের রেফারেন্সের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট-আউট করিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানুন

আরও পড়ুন: সরকারি চাকরির দারুণ সুযোগ! রাজ‍্যের এই জেলায় স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ

advertisement

বাছাই প্রক্রিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এর পর প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট (পিএমটি), ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ইন্টারভিউ নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
WB Police Admit Card 2023: পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে নিয়োগ! এসেছে অ্যাডমিট; রইল ডাউনলোডের উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল