আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার- ১টি পদ
প্রাইভেট সেক্রেটারি- ১টি পদ
সেকশন অফিসার- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট- ১টি পদ
অ্যাকাউন্টেন্ট- ১টি পদ
সংস্থা: | ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম: | সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট |
শূন্যপদের সংখ্যা: | ৫ |
কাজের স্থান | নয়াদিল্লি ও ভোপাল |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩-০২-২০২৩ |
মেয়াদকাল
ডেপুটেশনের মেয়াদ হবে ৫ বছর।
বেতন
প্রার্থীদের পে ম্যাট্রিক্সের লেভেল ৫, ৮ এবং ১০ অনুযায়ি মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
আবেদনের যোগ্যতা
সিনিয়র অ্যাকাউন্ট অফিসার- কেন্দ্রীয় সরকারের অফিসাররা যাঁরা প্যারেন্ট ক্যাডার বিভাগে রেগুলার পদে রয়েছেন
পে ম্যাট্রিক্স লেভেল ৯ –এর অধীনে দুই বছরের নিয়মিত সার্ভিসের সঙ্গে যুক্ত
পে ম্যাট্রিক্স লেভেল ৮ বা পাঁচ বছরের নিয়মিত সার্ভিসের সঙ্গে যুক্ত
প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে নিয়মিত পদে অধিষ্ঠিত রাজ্য সরকার/পাবলিক সেক্টর আন্ডারটেকিং/স্বায়ত্তশাসিত সংস্থার অফিসাররা আবেদনের যোগ্য
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/কস্ট অ্যাকাউন্ট্যান্ট- এমবিএ (ফিনান্স) ডিগ্রি প্রাপ্ত বা কেন্দ্রীয়/রাজ্য সরকারের অ্যাকাউন্টস ক্যাডারের এসএএস/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা আইএসটিএম দ্বারা আয়োজিত ক্যাশ ও অ্যাকাউন্টস ট্রেনিংয়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
কম্পিউটারাইজড অফিস পরিবেশে কাজ করার প্রাথমিক অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
প্রাইভেট সেক্রেটারি- কেন্দ্রীয় সরকারের অফিসাররা যারা প্যারেন্ট ক্যাডার বা বিভাগে নিয়মিত ভাবে অনুরূপ পদে অধিষ্ঠিত রয়েছেন
পে ম্যাট্রিক্স লেভেলে ৭ বা তিন বছরের নিয়মিত সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
পে ম্যাট্রিক্স l- লেভেল ৬ বা ৫-এর অধীনে নিয়মিত পাঁচ বছরের সার্ভিসের সঙ্গে যুক্ত এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
রাজ্য সরকার/ পাবলিক সেক্টর আন্ডারটেকিং/ স্বায়ত্তশাসিত সংস্থার অফিসাররা যারা প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে রেগুলার পদে কর্মরত
অফিস ম্যানেজমেন্ট/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
স্টেনোগ্রাফি কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
কম্পিউটারাইজড অফিস পরিবেশে কাজ করার প্রাথমিক অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
অ্যাকাউন্টেন্ট- কেন্দ্রীয় সরকারের অফিসাররা যারা প্যারেন্ট ক্যাডার বিভাগে নিয়মিত ভাবে অনুরূপ পদে কর্মরত
পে ম্যাট্রিক্স লেভেল ৪-এর অধীনে যাঁরা তিন বছরের নিয়মিত সার্ভিস দিয়েছেন
পে ম্যাট্রিক্স লেভেল ৩-এর অধীনে যাঁরা পাঁচ বছরের নিয়মিত সার্ভিস দিয়েছেন
রাজ্য সরকার/ পাবলিক সেক্টর আন্ডারটেকিং/ স্বায়ত্তশাসিত সংস্থার অফিসাররা যাঁরা প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে রেগুলার পদে কর্মরত
কমার্সে গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
কম্পিউটারাইজড অফিস পরিবেশে কাজ করার প্রাথমিক অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের ইউআইডিএআই-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ ইউআইডিএআই-এর ডিরেক্টরের কাছে পাঠাতে হবে।
প্রার্থীদের আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Director (HR)’ Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Delhi, Below Supreme Court Metro Station, Pragati Maidan, New Delhi – 110001’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/01/UIDAI-Recruitment-2023-1-1.pdf ক্লিক করতে পারেন।