আরও পড়ুন– রেল স্টেশনে নয় আগুন জ্বালানো, জোরদার প্রচারে নামল ভারতীয় রেল
যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিয়মিত RRB ওয়েবসাইটগুলিতে নজর রাখুন। রেলমন্ত্রী কতৃক প্রচারিত জব ক্যালেন্ডারটি নিম্নরূপ : পুরো ২০২৪ সাল জুড়ে ভারতীয় রেলওয়েতে প্রচুর পরিমাণ শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হবে। যেমন চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদের জন্য, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ান পদের জন্য, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরি, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিকেল ক্যাটিগরি এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল ওয়ান, মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটিগরির জন্য নোটিফিকেশন জারি করা হবে।
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানিয়েছেন , ‘‘পূর্ব রেলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত জনসচেতনমূলক প্রচার চালাচ্ছি যাতে সাধারণ মানুষ প্রতারিত না হন। RRB ওয়েবসাইটে আপনারা নিয়মিত নজর রাখুন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে চাকরির ফর্ম ফিল আপ করুন ও প্রস্তুতি নিন। RRB থেকে অ্যাডমিট কার্ড পেলে সেই কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা দিন এবং গর্বের সঙ্গে ভারতীয় রেলে চাকরি করুন। ভুয়ো চাকরিচক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হবেন না।’’