সে ক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে? যদিও গোটা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?
advertisement
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা বলা হয়েছে ২৩, ২৪, ২৭, ২৮-এ ফেব্রুয়ারি ও ১ মার্চ নেওয়া হবে ইন্টারভিউ। কলকাতাতেই হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। আবেদনকারী চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পরিষদের ওয়েবসাইট থেকেই তাঁদের কল লেটার ডাউনলোড করতে পারবেন বলে পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করেছে।
ফল প্রকাশ করার পাশাপাশি প্রথম দশতম স্থান পর্যন্ত মেধাতারিকা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাকে নজিরবিহীন বলেই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চম পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রে খবর আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে ১০ শতাংশের কাছাকাছি চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিল পঞ্চম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত। তবে ষষ্ঠ পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেলে আর মাত্র কয়েকটি জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া বাকি থাকবে।
যদিও সম্প্রতি কলকাতা হাইকোর্টকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে তাঁরা এখন ইন্টারভিউ নিচ্ছে, নিয়োগ করছে না। আর তাই টেটের ফল প্রকাশ মিটতেই ফের ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়ায় জল্পনা শুরু হয়েছে তাহলে কি গোটা ইন্টারভিউ প্রক্রিয়ায় দ্রুত মেটাতে চাইছে পর্ষদ?
সোমরাজ বন্দ্যোপাধ্যায়