TRENDING:

মানসিক স্বাস্থ্য বজায় রাখতে দেশে এবার ১১ দিনের ছুটি, নজির গড়ল এই ই-কমার্স সাইট

Last Updated:

ব্যস্ত মরশুমের পরে কর্মচারীদের শরীর আর মন দুটোই যাতে তরতাজা হয়ে উঠতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মিশো নামের এক ই-কমার্স সাইট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উৎসবের মরশুম মানেই ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করা ই-কমার্স সাইটগুলির হাঁফ ছাড়ার ফুরসত নেই। তাদের জন্য তো এটা বছরের সবচেয়ে ব্যস্ততম সময়গুলির একটি। আর তাই গড়পড়তা এই ধরনের সব সাইটই এই সময়ে কর্মচারীদের ছুটি বাতিল করে দেয়। ব্যবসার দিক থেকে দেখতে গেলে সেটাই স্বাভাবিক।
advertisement

আর তাই ব্যস্ত মরশুমের পরে কর্মচারীদের শরীর আর মন দুটোই যাতে তরতাজা হয়ে উঠতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মিশো নামের এক ই-কমার্স সাইট। উৎসব শেষে কর্মীদের জন্য জন্য ১১ দিনের ছুটি ঘোষণা করেছে এই সংস্থা। এই বিশেষ ছুটির পোশাকি নাম রিসেট অ্যান্ড রিচার্জ; নিজর স্বাস্থ্যের পুনঃস্থাপন আর পুনরুজ্জীবনের লক্ষ্যেই এই প্রয়াস। তবে শুধু চলতি বছরেই নয়, আগের বছরেও সংস্থাটি এই মানসিক স্বাস্থ্য ছুটি মঞ্জুর করছিল তাদের কর্মীদের।

advertisement

"রিসেট এবং রিচার্জ নামে পরিচিত, এই উদ্যোগটি কর্মীদের কাজ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার অনুমতি দেবে এবং ব্যস্ত মরশুমের পরে তাদের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেবে", বলেছেন এক কর্মী৷

"একটি সময়ে যখন কর্মক্ষেত্রের উদ্বেগ আজকের কর্মশক্তির জন্য মূল ভাবনার বিষয় হিসাবে দেখা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রিসেট এবং রিচার্জ উদ্যোগটি অন্যান্য সংস্থাগুলিকেও অনুরূপ কর্মচারীদের কথা মাথায় রেখে নতুন পদক্ষেপ নেওয়ার পথ দেখাবে," বলছিলেন তিনি।

advertisement

মিশো-র প্রধান মানব সম্পদ উন্নয়ন আধিকারিক, আশিস কুমার সিং, বলেছেন, “রিসেট এবং রিচার্জের মাধ্যমে, আমরা প্রচলিত কর্মক্ষেত্রের নিয়মগুলিকে ভাঙতে চাই। আমরা চাই যাতে কর্মচারীরা তাঁদের ইচ্ছা মতো সময় কাটাতে পারেন। করতে পারেন মন যা চায়। তা সেটা কাছের বিশেষ কোনও মানুষ বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়া বা কোনও নতুন শখে নিজেকে ডুবিয়ে দেওয়া।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, উৎসবের মরশুমে যাতে ডেলিভারি এবং লজিস্টিক পরিষেবা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে বেশ বড় সংখ্যায় কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন ই-কমার্স সাইট মিশো। কাজের চাপ সামাল দিতেই এই কর্মী নিয়োগ, বুঝতে অসুবিধা নেই। সেই চাপের কদিন পরেই যে আসছে মুক্তির মরশুম, নিঃসন্দেহে তা সংস্থার কর্মীদের কাজে উৎসাহ বাড়াবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
মানসিক স্বাস্থ্য বজায় রাখতে দেশে এবার ১১ দিনের ছুটি, নজির গড়ল এই ই-কমার্স সাইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল