নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, পরীক্ষায় ওএমআর শিটে ৭ প্রশ্নের উত্তর দিয়েছেন পরীক্ষার্থী। যার মধ্যে সঠিক উত্তর ৫ টি। এসএসসি মেধাতালিকায় পরীক্ষার্থী মাম্পি বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৫৩। ৪৮ নম্বর কারচুপি করে বাড়িয়ে ওয়েটিং লিস্টে ২১ নম্বরে থাকেন মাম্পি। শুধু তাই নয় নিয়োগও পান।"
advertisement
আরও পড়ুন: বড় খবর! রাজ্যে বাড়ল দুয়ারে সরকার কর্মসূচির সময়সীমা! জানুন বিশদে
'ছিলো রুমাল হয়ে গেল বেড়াল। পুরো হযবরল! ছিলো ডিম হল প্যাঁকপেঁকে হাঁস।' নজিরবিহীন এই কারচুপি জেনে বুধবার এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই দেওয়া কারচুপি করা ৪০ ওএমআর শিট জনসমক্ষে আনতে চায় আদালত। 'এসএসসি ওয়েবসাইটে প্রকাশ হোক এই ৪০ ওএমআর শিট। নিজেদের সই ও খাতা(OMR) দেখে মিলিয়ে নিক চাকরিপ্রাপকরা।' এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
কী হবে কারচুপির ওএমআর শিটের ভবিষ্যৎ, উত্তর সম্ভবত মিলবে আগামিকাল। কাল আবারও এই মামলার শুনানি। ৯৫২ ওএমআর শিটে কারচুপি ধরা পড়েছে। তবে আপাতত ৯৫২ হলেও কারচুপি সংখ্যা আরও বাড়তে পারে বলেই দাবি করা হচ্ছে সিবিআই-সূত্রে। এদের মধ্যে ৭৯৬ জন ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন। ১৫৬ নিয়োগের অপেক্ষমান তালিকায় রয়েছেন। নবম-দশম শিক্ষক নিয়োগ নিয়ে এই মর্মে দুর্নীতির তথ্য আদালতে আজ পেশ করে সিবিআই।