কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, SSC নিয়োগ দুর্নীতিতে কাকে কাকে চাকরি দিতে হবে তার তালিকা তৈরি হয়েছিল খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই। তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। আদালতে এই দাবি করল CBI। তাদের দাবি, অবাধে দুর্নীতি করতে নিজের পছন্দের লোকদের বিভিন্ন পদে বসিয়েছিলেন পার্থ।
advertisement
সিবিআই-এর দাবি, বাড়ির নিচে একটা অফিস তৈরি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে পাঠানো হতো তালিকা। সুবিরেশ ভট্টাচার্যকে সেখানে ডেকে নিজে তালিকা তুলে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলার অন্য অভিযুক্ত প্রসন্ন রায় ও প্রদীপ সিংরাও ঘন ঘন আসতেন সেখানে, আদালতে দাবি সিবিআইয়ের।
আরও পড়ুন: মাছ তো জলের রানী…! তাহলে ‘জলের রাজা’ কে বলুন তো? কল্পনাও করতে পারবেন না উত্তর!
পরিকল্পনা করেই সুবীরেশকে বসানো হয়েছিল পদে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতেই এমন সিদ্ধান্ত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, এমনও দাবি জানিয়েছে, দাবি সিবিআইয়ের।