TRENDING:

এসএসসির বড় খবর! চাকরি না পাওয়া বঞ্চিত প্রার্থীদের নিয়োগের তৎপরতা শুরু

Last Updated:

ইতিমধ্যেই রাজ্য সরকার নবম - দশম, একাদশ- দ্বাদশ, শারীর শিক্ষা - কর্মশিক্ষা, এবং গ্রুপ সি, গ্রুপ ডি-এর মেধাতালিকা মেয়াদের সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর মাস পর্যন্ত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি, এমনকী নবম - দশম,  একাদশ-দ্বাদশ স্তরেও শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করছে। সেই তদন্তের মাঝেই এবার বঞ্চিত চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার তৎপরতা শুরু করল রাজ্য। মেধা তালিকায় হাই জাম্প করে চাকরি দেওয়ার জেরে যে সমস্ত চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাঁদের নাম-সহ তালিকা চলতি সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষা দফতরকে পাঠাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন "আমরা খুব দ্রুত বঞ্চিত চাকরি-প্রাথীদের নামের তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠাচ্ছি। দু-তিন দিনের মধ্যেই পাঠিয়ে দেব আমরা বিস্তারিত তালিকা।"
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

ইতিমধ্যেই রাজ্য সরকার নবম - দশম, একাদশ- দ্বাদশ, শারীর শিক্ষা - কর্মশিক্ষা, এবং গ্রুপ সি, গ্রুপ ডি-এর মেধাতালিকা মেয়াদের সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর মাস পর্যন্ত করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে এই সিদ্ধান্ত অনুমোদন করানোর পাশাপাশি শূন্যপদ তৈরি করা হয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের জন্য ৬৮৬১টি শূন্য পদ তৈরি করা হয়েছে। মেধা তালিকায় হাই জাম্প করে চাকরি পাওয়ার জন্য নবম- দশম স্তরে ১৯৩২ টি শূন্য পদ, একাদশ দ্বাদস্তরে ২৪৭ টি শূন্যপদ, শারীর শিক্ষা কর্মশিক্ষা স্তরে ১৬০০ টি শূন্যপদ তৈরি হয়েছে। বাকি শূন্য পদ গুলি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য তৈরি করা হয়েছে।

advertisement

কমিশন সূত্রে খবর আজ থেকেই গোটা প্রক্রিয়াটি শুরু করে দিয়েছেন এসএসসির আধিকারিকরা। ডেটারুম খুলে দেওয়ার জেরে গোটা প্রক্রিয়াটি তৈরি হতে সবথেকে বেশি হলে তিন দিন সময় লাগবে বলেই দাবি করছেন এসএসসির আধিকারিকরা। মূলত ২০১৬ সালে বিজ্ঞাপন হয়েছিল এই নিয়োগের জন্য। ২০১৭-১৮ সালে এই বিজ্ঞাপন অনুযায়ী নিয়োগ হয়। মূলত এদের তথ্য পেলেই তারপর স্কুলের নাম-সহ তাদের কোথায় কোথায় নিয়োগ দেওয়া সম্ভব সেই বিষয়ে বিস্তারিত এসএসসিকে জানাবে স্কুল শিক্ষা দফতর। তারপরই স্কুল শিক্ষা দফতরের তরফে সুপারিশ পত্র দেওয়া হবে বঞ্চিত চাকরি প্রার্থীদের।

advertisement

আরও পড়ুন: 'বিজেপির নবান্ন অভিযানে বামেদের ডাক শুভেন্দুর! কী বললেন বাম নেতা? রাজনীতি সরগরম!

লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীরা। শারীরশিক্ষা - কর্মশিক্ষার চাকরিপ্রার্থী থেকে শুরু করে নবম - দশম প্রতিটি স্তরের চাকরিপ্রার্থীরাই লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে এই নিয়োগ প্রক্রিয়া পুজোর আগে শুরু করা সম্ভব নয় বলেই মনে করছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। যদিও এসএসসির তরফে পুরো তথ্য পাওয়ার পরেই গোটা বিষয়টি নিয়ে তৎপর হবে স্কুল শিক্ষা দফতর, সূত্রের খবর তেমনই। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা দফতর এসএসসির সঙ্গে এক প্রস্থ বৈঠকও করেছে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/চাকরি/
এসএসসির বড় খবর! চাকরি না পাওয়া বঞ্চিত প্রার্থীদের নিয়োগের তৎপরতা শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল