সকাল ১০টা নাগাদ বিক্ষোভ দেখতে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বসে পড়েন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। চলছে বিধানসভা অধিবেশন এবং এই বিক্ষোভের কারণে আটকে পড়েন বিরোধী বিধায়করা। ধ্বস্তাধস্তি শুরু হয় পুলিশ এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের আটক করে কলকাতা পুলিশ। সাংবাদিকদেরও কাজ করতে বাধা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন
সাংবাদিকরা যেন ঠিক করে ছবি তুলতে না পারে সেই কারণেই পুলিশের তরফে হিউম্যান চেন বানানো হয় এবং সেই চেনের ভিতরে ধাপে ধাপে আটক করে নিয়ে যাওয়া হয় চাকরিপ্রার্থীদের। প্রিজন ভ্যান থেকে শুরু করে বাস সব মজুত করা ছিল।
আরও পড়ুন: টয়লেটে এক চামচ নুন ফেলে দিলে কী হয় জানেন? এই চূড়ান্ত রহস্য জানলে মাথা ঘুরে যাবে!
বাসে তোলার সময় মেরে ফেলার কথা বলেন এক মহিলা চাকরিপ্রার্থী। বিরোধী বিধায়করা পাশে থাকার বার্তা দেন তাঁদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পুলিশ এরকম কাজ করছে। নক্কারজনক ঘটনা এটা’।
সৌরভ তিওয়ারি