TRENDING:

বিদেশে চাকরির লোভনীয় অফার! ভুয়ো চাকরি চিহ্নিত করা নিয়ে তিন পয়েন্টে সতর্ক করল সরকার

Last Updated:

কেন্দ্রীয় স্তরে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ সেখানে বলা হয়েছে, ঠগবাজরা এখন নানারকম নতুন নতুন পদ্ধতি তৈরি করেছে ভুয়ো চাকরির মাধ্যমে ফাঁদে ফেলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনেক টাকা মাইনে৷ বিদেশের জীবন যাপন৷ সহজে উপার্জন৷ এমনই নানারকম লোভ দেখানো বিজ্ঞাপন অনেক সময়েই চোখে পড়ে৷ বেকারত্বের জ্বালায় ভুগতে থাকা অনেক যুবক-যুবতী তখন সামান্য আশার আলো দেখতে পেয়ে সেই বিদেশের চাকরির দিকেই ঝুঁকে পড়েন৷ অনেকে সামান্য সঞ্চয়ের টাকা খরচ করে বিদেশের চাকরিতে যোগ দিতে যান উপার্জন ও উন্নতির আশায়৷ কিন্তু তারপরেই ঘনিয়ে আসে বিপদ৷ ভুয়ো চাকরির ফাঁদে পড়ে তাঁদের সমস্যায় পড়তে হয়৷ সেই নিয়েই এ বার সতর্ক করল কেন্দ্রীয় সরকার৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কেন্দ্রীয় স্তরে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ সেখানে বলা হয়েছে, ঠগবাজরা এখন নানারকম নতুন নতুন পদ্ধতি তৈরি করেছে ভুয়ো চাকরির মাধ্যমে ফাঁদে ফেলার৷ লেখা হয়েছে, ‘আপন কি চাকরিপ্রার্থী? সাবধান৷ ঠগবাজরা সুযোগ খুঁজছে ভুয়ো চাকরির ফাঁদে আপনাকে ফেলার জন্য৷ হতে পারে কোনও ফেক ওয়েবসাইটের মাধ্যমে, ভুয়ো অফার লেটারের মাধ্যমে বা ভুয়ো ইমেলের মাধ্যমে৷ দেখে নিন আপনি কী ভাবে নিজেকে এই ভুয়ো চাকরির ফাঁদ থেকে রক্ষা করতে পারেন৷’

advertisement

আরও পড়ুন -  স্কুলে ওটা মস্ত বড় কী! গোখরো পাওয়া গেল শিশু বিকাশ কেন্দ্র থেকে

আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

সতর্ক করে বলা হয়েছে, ‘‘ঠগবাজরা বিভিন্ন নম্বর থেকে ফেক এসএমএস পাঠিয়ে চাকরির কথা বলে বিভিন্ন জনপ্রিয় কোম্পানিতে৷’’ এই সতর্কবার্তায় তিনটি পয়েন্ট বলা হয়েছে, যেগুলি দিয়ে নিশ্চিত ভাবে ভুয়ো চাকরির ফাঁদ থেকে বাঁচা যায়৷ তাঁরা বলেছেন, কোনও অপরিচিত উৎস থেকে আসা ই-মেলে যেন ক্লিক না করা হয়, তা সে যতই লোভনীয় হোক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমন কোনও অপরিচিত ফোন নম্বর থেকে যদি ক্রমাগত মেসেজ আসতে থাকে, তা হলে সেটিকে ব্লক করে দিতে বলেছেন তাঁরা৷ কোনও ভারতীয় যদি সাইবার অপরাধের কোনও ফাঁদে পড়েন, তা হলে তাঁরা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন-এ অপরাধের বিষয়ে লিখতে পারেন৷ সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, মায়ানমাসে ৪৫ জন ভারতীয় ভুয়ো চাকরির ফাঁদে পড়ে ফেঁসেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
বিদেশে চাকরির লোভনীয় অফার! ভুয়ো চাকরি চিহ্নিত করা নিয়ে তিন পয়েন্টে সতর্ক করল সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল