কেন্দ্রীয় স্তরে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ সেখানে বলা হয়েছে, ঠগবাজরা এখন নানারকম নতুন নতুন পদ্ধতি তৈরি করেছে ভুয়ো চাকরির মাধ্যমে ফাঁদে ফেলার৷ লেখা হয়েছে, ‘আপন কি চাকরিপ্রার্থী? সাবধান৷ ঠগবাজরা সুযোগ খুঁজছে ভুয়ো চাকরির ফাঁদে আপনাকে ফেলার জন্য৷ হতে পারে কোনও ফেক ওয়েবসাইটের মাধ্যমে, ভুয়ো অফার লেটারের মাধ্যমে বা ভুয়ো ইমেলের মাধ্যমে৷ দেখে নিন আপনি কী ভাবে নিজেকে এই ভুয়ো চাকরির ফাঁদ থেকে রক্ষা করতে পারেন৷’
advertisement
আরও পড়ুন - স্কুলে ওটা মস্ত বড় কী! গোখরো পাওয়া গেল শিশু বিকাশ কেন্দ্র থেকে
আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
সতর্ক করে বলা হয়েছে, ‘‘ঠগবাজরা বিভিন্ন নম্বর থেকে ফেক এসএমএস পাঠিয়ে চাকরির কথা বলে বিভিন্ন জনপ্রিয় কোম্পানিতে৷’’ এই সতর্কবার্তায় তিনটি পয়েন্ট বলা হয়েছে, যেগুলি দিয়ে নিশ্চিত ভাবে ভুয়ো চাকরির ফাঁদ থেকে বাঁচা যায়৷ তাঁরা বলেছেন, কোনও অপরিচিত উৎস থেকে আসা ই-মেলে যেন ক্লিক না করা হয়, তা সে যতই লোভনীয় হোক৷
এমন কোনও অপরিচিত ফোন নম্বর থেকে যদি ক্রমাগত মেসেজ আসতে থাকে, তা হলে সেটিকে ব্লক করে দিতে বলেছেন তাঁরা৷ কোনও ভারতীয় যদি সাইবার অপরাধের কোনও ফাঁদে পড়েন, তা হলে তাঁরা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন-এ অপরাধের বিষয়ে লিখতে পারেন৷ সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, মায়ানমাসে ৪৫ জন ভারতীয় ভুয়ো চাকরির ফাঁদে পড়ে ফেঁসেছেন৷