এসবিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: কোন পরীক্ষা কেন্দ্রে কী হচ্ছে? লাইভ কভারেজে ছবি আসবে পর্ষদে, নজিরবিহীন ব্যবস্থা টেট নিয়ে
এসবিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটের ‘কেরিয়ার’পেজে গিয়ে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করে ফর্ম জমা দিতে হবে।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
রেগুলার পোস্ট
ডেপুটি ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর): ৬টি পদ
ডেপুটি ম্যানেজার (ইনফ্রাস্টাকচার ইঞ্জিনিয়ার) : ২টি পদ
ডেপুটি ম্যানেজার (জাভা ডেভেলপার): ৫টি পদ
ডেপুটি ম্যানেজার (ডব্লিউএএস অ্যাডমিনিস্ট্রেটার): ৩টি পদ
চুক্তিভিত্তিক পদ
সিনিয়র একজিকিউটিভ (ফ্রন্টেন্ড অ্যাঙ্গুলার ডেভেলপার): ৩টি পদ
সিনিয়র একজিকিউটিভ (পিএল এবং এসকিউএল ডেভেলপার): ৩টি পদ
সিনিয়র একজিকিউটিভ (জাভা ডেভেলপার): ১০টি পদ
সিনিয়র একজিকিউটিভ (টেকনিক্যাল সাপোর্ট): ১টি পদ
একজিকিউটিভ (টেকনিক্যাল সাপোর্ট): ২টি পদ
সিনিয়র স্পেশাল একজিকিউটিভ (টেকনোলজি আর্কিটেক্ট): ১টি পদ
আরও পড়ুন: IAF Recruitment 2022 : ভারতীয় বিমান বাহিনীর অধীনে ১০৮ পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | স্পেশালিস্ট ক্যাডার অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৩০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৯.১২.২০২২ |
এসবিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে বিই/বিটেক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য।