TRENDING:

SAIL Recruitment 2022: বোকারো স্টিল প্ল্যান্টের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এক নজরে দেখে নিন বিস্তারিত

Last Updated:

সম্প্রতি বোকারো স্টিল প্ল্যান্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বোকারো জেনারেল হসপিটাল ও মাইনস হাসপাতালে মেডিক্যাল অফিসার (ওএইচএস), স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি বোকারো স্টিল প্ল্যান্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বোকারো জেনারেল হসপিটাল ও মাইনস হাসপাতালে মেডিকেল অফিসার (ওএইচএস), স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বোকারো স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

সময় এবং তারিখ: সকাল ১০টা, ১৯.১০.২০২২

রেজিস্ট্রেশন: একই দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে করা হবে

স্থান: বোকারো সিএমও অফিস (এমএন্ডএইচএস), বোকারো জেনারেল হাসপাতাল, বোকারো, ঝাড়খণ্ড-৮২৭০০৪

এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মেডিক্যাল অফিসার- ১টি পদ

স্পেশালিস্ট- ২টি পদ (বোকারো জেনারেল হাসপাতাল)

স্পেশালিস্ট- ৭টি পদ (ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইনস)

সুপার স্পেশালিস্ট- ১টি পদ (বোকারো জেনারেল হাসপাতাল)

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

প্রার্থীদের বিজ্ঞাপনের তারিখ অর্থাৎ ০৮.১০.২০২২ তারিখ অনুযায়ী বয়সসীমা ৬৯ বছরের মধ্যে হতে হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা বোকারো স্টিল প্ল্যান্ট
পদের নাম বোকারো জেনারেল হসপিটালে মেডিকেল অফিসার (ওএইচএস), স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট
শূন্যপদের সংখ্যা ১১
কাজের স্থান বোকারো জেনারেল হসপিটাল ও মাইনস হাসপাতাল
ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে
আবেদন শুরু বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ ০১-১১-২০২২

advertisement

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

প্রার্থীদের বিজ্ঞাপনের তারিখ অর্থাৎ ০৮.১০.২০২২ তারিখ অনুযায়ী ৬৯ বছরের কম হতে হবে। এই প্রকল্পের অধীনে চুক্তিবদ্ধ পদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা হল ৭০ বছর।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

এসএআইএল প্ল্যান্ট/ইউনিট এবং অন্যান্য পিএসইউ বা সরকারের প্রাক্তন কর্মচারীরা আবেদনের যোগ্য। স্বেচ্ছাবসর নেননি এমন প্রার্থীদের এই মর্মে একটি সেলফ-সার্টিফিকেট জমা দিতে হবে।

advertisement

মেডিকেল অফিসার-ওএইচএস

এমসিআই দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রিয়াল বা অপারেশনাল হেলথ বা এএফআইএইচে[অ্যাসোসিয়েট ফেলোশিপ ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ] ডিগ্রি বা ডিপ্লোমা-সহ এমবিবিএস ডিগ্রি।

স্পেশালিস্ট

এমসিআই দ্বারা স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-সহ নির্দিষ্ট শাখায় পিজি ডিপ্লোমা থাকতে হবে।

এমসিআই দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস সহ নির্দিষ্ট শাখায় এমডি/ এমএস/ ডিএনবি ডিগ্রি।

আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন? সুকান্তকে বেনজির আক্রমণ শানিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

সুপার স্পেশালিস্ট

এমসিআই দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস সহ নিজ নিজ সুপার স্পেশালিটিতে ডিএম/এম/সিএইচ/ডিএনবি সহ এমসি ডিগ্রি।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: বেতন

মেডিক্যাল অফিসার- মাসিক ১,০০,০০০ টাকা (মাইনস হাসপাতালের জন্য)

স্পেশালিস্ট- মাসিক ১,২০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকা (বোকারো হাসপাতালের জন্য) ও ১,৪০,০০০ টাকা ও ১,৮০,০০০ টাকা (মাইনস হাসপাতালের জন্য)

সুপার স্পেশালিস্ট- ২,৫০,০০০ টাকা (বোকারো হাসপাতালের জন্য)

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল

এই স্কিমের অধীনে নিযুক্ত ডাক্তারদের চুক্তিভিত্তিক নিযুক্তির প্রাথমিক মেয়াদ হবে এক বছরের জন্য, পরবর্তীতে বিবেচনার সাপেক্ষে আরও এক বছর বাড়ানো যেতে পারে। নিয়োগের সর্বোচ্চ সময়কাল ৩ বছর। পুনর্নিযুক্তিতে কোনও বাধা থাকবে না। নিয়োগের মেয়াদ নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা সাপেক্ষে বিবেচিত হবে।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের পরে প্রার্থীদের একটি মেডিকেল স্ক্রিনিং করা হবে।

প্রার্থী বাছাই হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের নিয়োগের চিঠি দেওয়া হবে এবং কাজে যোগ দিতে হবে।

এসএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

প্রার্থীদের সবার প্রথমে এসএআইএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময় নির্দেশতালিকা অনুযায়ী সমস্ত নথি সহ যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের অন্য কোনও পদ্ধতি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

প্রার্থীরা আরও প্রশ্নের উত্তর পেতে এসএআইএল-এর সিনিয়র ম্যানেজার (পারস-রেক্ট), এসএআইএল-বিএসএল, ০৬৫৪২২৮০১৫৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ই মেলের মাধ্যমে যোগাযোগের ঠিকানা BSL.RECTT@SAIL.IN

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, ইন্টারভিউয়ের তারিখ, স্থান ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক https://studycafe.in/wp-content/uploads/2022/10/SAIL-recruitment-2022.pdf করে জানতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
SAIL Recruitment 2022: বোকারো স্টিল প্ল্যান্টের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এক নজরে দেখে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল