শিক্ষার্থীদের সুবিধের কথা মাথায় রেখে ও রেলওয়েতে নিয়োগের স্বচ্ছতা বাড়াতে রেল মন্ত্রকের তরফে জানানো হয় যে, বিশেষ ভাবে ডিজাইন করা আইআরএমএস পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে, যা ২০২৩ সাল থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হবে।
রেল মন্ত্রক, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং ডিওপিটি-এর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে এবার থেকে সিভিল সার্ভিসের পরীক্ষার ধাঁচে নিয়োগ করা হবে এবং ২০২৩ বর্ষ থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
advertisement
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে চাকরির জন্য আজই আবেদন করুন, বিপুল পদে নিয়োগ! জেনে নিন বয়সসীমা
যদিও মন্ত্রকের এই সিদ্ধান্তের পিছনের কারণ সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছে, তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, আপাতত তা নন-ইঞ্জিনিয়ারিং ক্যাডারের অফিসারদের চাপের মুখে ফেলতে চলেছে।
ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের পরীক্ষাটি ইঞ্জিনিয়ারিং বা কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের উপকৃত করতে পারে বলে অনেকেই মনে করছে। ফলে যাঁরা এতদিন ধরে সিভিল সার্ভিসেস পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করে আসছিলেন তাঁদের জন্য এটি অন্যতম সেরা সুযোগ হতে চলেছে।
