রেলওয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- Recruitment 2022: নৈনিতাল ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, কারা আবেদনের যোগ্য? জানুন
রেলওয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার- ৯টি পদ
সিনিয়র রাজভাষা অধিকারী- ২৯টি পদ
রাজভাষা অধিকারী- ৭০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট |
পদের নাম | গ্রুপ 'এ' |
শূন্যপদের সংখ্যা | ১০৮ |
কাজের স্থান | ভারত |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১.০১.২০২৩ |
বেতনক্রম | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
রেলওয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
ডেপুটি জেনারেল ম্যানেজার- লেভেল-১২-এর অধীনে ৭৮৮০০- ২০৯২০০ টাকা
সিনিয়র রাজভাষা অধিকারী- লেভেল-১১-এর অধীনে ৬৭৭০০-২০৮৭০০ টাকা
রাজভাষা অধিকারী- লেভেল-১০-এর অধীনে ৫৬১০০- ১৭৭৫০০ টাকা
শর্ট টাইটেল এবং কমেন্সমেন্ট- এই নিয়োগের অধীনে থাকা নানা নিয়মকে ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট (গ্রুপ 'এ' পদ) রিক্রুটমেন্ট রুলস, ২০২৩ বলা যেতে পারে।
এই সকল নিয়ম সরকারী গেজেটে প্রকাশের তারিখ অনুযায়ী কার্যকর হবে৷
আবেদন- কলাম ১-এর সঙ্গে সম্পর্কিত পদে এই নিয়মগুলি কার্যকর হবে।
পে ম্যাট্রিক্স অনুযায়ী পদের সংখ্যা, শ্রেণীবিভাগ এবং পে লেভেল- রিক্রুটমেন্ট শিডিউলের (২) থেকে (৪) কলামে লিপিবদ্ধ নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট পদ্ধতি পরিচালনা করা হবে। নিয়োগের পদ্ধতি, বয়স-সীমা, যোগ্যতা, ইত্যাদির সঙ্গে সম্পর্কিত ও অন্যান্য বিষয়গুলি উল্লিখিত শিডিউলের (৫) থেকে (১৩) নম্বর কলামে নির্দিষ্ট করা হবে।
আরও পড়ুন- আমেরিকায় চাকরি করতে চান? 'কর্মসংস্থান ভিসা'-র জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করতে হবে, জানুন
ডিসকোয়ালিফিকেশন- যে সকল প্রার্থীরা বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কে রয়েছেন তাঁরা আবেদনের যোগ্য নন।
তবে কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টিতে এমন কোনও ব্যক্তি যাঁরা ব্যক্তিগত আইনের অধীনে এই ঘটনায় অনুমোদন পেয়েছেন এবং এমন ঘটনার জন্য অন্যান্য কারণ রয়েছে এমন প্রমাণ দিতে পারবেন তাঁরা আবেদনের যোগ্য হবেন।
এছাড়াও কেন্দ্রীয় সরকার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ পদ্ধতিতে প্রয়োজনীয় বদল আনতে পারবে।
কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা আদেশ অনুসারে, এই শিডিউলের বিভিন্ন নিয়ম কোনও ভাবেই তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সাপেক্ষে পরিবর্তিত হবে না।