গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া মারফত এক চাঞ্চল্যকর নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে দেশে। এবারেও নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেল সম্পর্কিত। সেই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে ভারতীয় রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সংক্ষেপে আরপিএফ-এর অধীনে ১৯৮০০ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই বিপুল নিয়োগের খবরে আশার আলো দেখেছেন বহু কর্মপ্রার্থী। তাঁদের যাতে কোনও রকম আর্থিক ক্ষতি না হয়, সেই বিষয়টি এবং তার সঙ্গে সত্য উদ্ঘাটনের স্বার্থে এবার বয়ান জারি করল প্রেস ইনফরমেশন ব্যুরো।
advertisement
কী বলা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর এই ভারতীয় রেলের চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে?
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে ম্যানেজার নিয়োগ চলছে
প্রেস ইনফরমেশন ব্যুরো সাফ জানিয়ে দিয়েছে যে সরকারের রেল মন্ত্রকের তরফ থেকে এই জাতীয় কোনও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। "রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ১৯৮০০ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত এক সন্দেহজনক বার্তা গত কয়েক দিন ধরে দেশের কিছু সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রে ঘুরে বেড়াচ্ছে। অবগতির স্বার্থে এটা জানানো হচ্ছে যে রেল মন্ত্র বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে এই জাতীয় কোনও খবর তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকা করা হয়নি", জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে বিবিধ পদে নিয়োগ, চাকরির জন্য শীঘ্রই আবেদন করুন
শুধু প্রেস ইনফরমেশন ব্যুরো-ই নয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সংক্ষেপে আরআরবি-র তরফ থেকেও এই বিষয়ে জনতাকে সচেতন করা হয়েছে। "আবারও বলা হচ্ছে যে খবরটি নকল এবং সবার এটিকে অগ্রাহ্য করাই ঠিক হবে", জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।