রেল কোচ ফ্যাক্টরি রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ইন্ডিয়া পোস্টে নিয়োগের মহাসুযোগ! জেনে নিন বিস্তারিত
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ- প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
বাস্কেট বল (পুরুষ)- ২টি পদ
হকি (মহিলা)- ২টি পদ
হকি (পুরুষ)- ২টি পদ
রেসলিং (পুরুষ)- ১টি পদ
থ্রোয়ার- (পুরুষ/মহিলা)- ১টি পদ
আরও পড়ুন- অষ্টম শ্রেণি পাশ করলেই পুলিশের চাকরিতে নিয়োগের সুবর্ণ সুযোগ, অবশ্যই জানুন
বয়সসীমা- প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রেল কোচ ফ্যাক্টরি |
পদের নাম: | বাস্কেট বল, হকি, রেসলিং পুরুষ এবং থ্রোয়ার বিভাগে ক্রীড়াবিদ |
শূন্যপদের সংখ্যা: | ৮ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৯.০৩.২০২৩ |
আবেদনের যোগ্যতা- প্রার্থীরা যে কোনও চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছেন-
বিশ্বকাপ (জুনিয়র/ইয়ুথ/সিনিয়র বিভাগ)।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ (জুনিয়র/সিনিয়র বিভাগ)।
এশিয়ান গেমস (সিনিয়র বিভাগ)।
কমনওয়েলথ গেমস (সিনিয়র বিভাগ)।
ইয়ুথ অলিম্পিক।
চ্যাম্পিয়ন্স ট্রফি (হকি) বাযে কোনও চ্যাম্পিয়নশিপ/ইভেন্টে কমপক্ষে ৩টি পজিশন রয়েছে-কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (জুনিয়র/সিনিয়র বিভাগ)
এশিয়ান চ্যাম্পিয়নশিপ/এশিয়াকাপ (জুনিয়র/সিনিয়র বিভাগ)
সাউথ এশিয়ান ফেডারেশন (এসএএফ) গেমস (সিনিয়র বিভাগ)
ইউএসআইসি (ওয়ার্ল্ড রেলওয়ে) চ্যাম্পিয়নশিপ (সিনিয়র বিভাগ)
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস সিনিয়র/ইয়ুথ/জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কমপক্ষে ৩টি পজিশন রয়েছে। অথবা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে সংগঠিত ন্যাশনাল গেমসে কমপক্ষে ৩টি পজিশন বা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ বা ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে ১ পজিশন (সিনিয়র বিভাগ)।
বেতন- প্রার্থীদের পে ম্যাট্রিক্সের লেভেল ২ অনুযায়ী মাসিক পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘General Manager (Personnel) Recruitment Cell, Rail Coach Factory, Kapurthala- 144 602’।