TRENDING:

ASHA Selection Committee Recruitment 2022: আশা সিলেকশন কমিটিতে বিভিন্ন পদে নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই করতে পারেন আবেদন

Last Updated:

Recruitment 2022 : প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি এএসএইচএ সিলেকশন কমিটি, পুরুলিয়া সদরের (ASHA Selection Committee) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পুরুলিয়া সদর সাব-ডিভিশনে অ্যাসারডিটেড সোশ্যাল হেলথ অ্যাকটিভিস্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এএসএইচএ সিলেকশন কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। তবে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

বিজ্ঞপ্তি নং- 696/SDO/S/PRL

আরও পড়ুন: ভয়ঙ্কর বন্য়ার কবলে পাকিস্তান! ৫ কোটি টাকা দান করে বিপাকে অনিল কাপুর

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে মোট ২৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

ব্লক অনুযায়ী পদের বিস্তারিত বিবরণ:

ব্লক- আর্শা

জিপি- হেতগুগুই

সাব-সেন্টার- হেতজারি

গ্রাম- ভূইয়ান্দি/ পার্সিয়া/ কানরিয়ারডিহ- ১টি পদ

advertisement

জিপি- হেনসলা

সাব-সেন্টার- সাত্রা

গ্রাম- সাত্রা- ১টি পদ

জিপি- পুয়ারা

সাব-সেন্টার- কান্তাডিহ

গ্রাম- গোবিন্দপুর – ১টি পদ

জিপি- বেলডিহ

সাব-সেন্টার- কুদাগর

গ্রাম- কুদাগর- ১টি পদ

ব্লক- বলরামপুর

জিপি- বড়উরমা

সাব-সেন্টার- নামসোলে

গ্রাম- কেন্দাদিহ- ১টি পদ

জিপি- গেরুয়া

সাব-সেন্টার- বেরিয়াডিহ

গ্রাম- রুগরি, পাথরবাঁধ- ১টি পদ

জিপি- গেরুয়া

সাব-সেন্টার- নেকরে

গ্রাম- গেরুয়া- ১টি পদ

advertisement

জিপি- গেরুয়া

সাব-সেন্টার- রসুলডিহ

গ্রাম- শান্তিপুর, ধুন্ধিকাটা- ১টি পদ

জিপি- বেলা

সাব-সেন্টার- বিরামডিহ

গ্রাম- আমতার- ১টি পদ

জিপি- বেলা

সাব-সেন্টার- মালতী

গ্রাম- ধড়কিদিহ, হুচুকদিহ- ১টি পদ

জিপি- ঘাটবেরা- কেরোওয়া

সাব-সেন্টার- জোসুদিহ

গ্রাম- সেরেংঘাটু, কালিপুর- ১টি পদ

ব্লক- হুরা

জিপি- জাবরাহ

সাব-সেন্টার- অলোকদিহ

গ্রাম- জাবরাহ, বুধুদি- ১টি পদ

জিপি- চাটুমাদার

সাব-সেন্টার- চাটুমাদার

advertisement

গ্রাম- মোহরাংদি, চাটুমাদার- ১টি পদ

জিপি- দলদলি

সাব-সেন্টার- দলদলি

গ্রাম- হিজুলী মাঝ পাড়া- ১টি পদ

জিপি- দলদলি

সাব-সেন্টার- ফুফুন্দি

গ্রাম- গরুরবাসা- ১টি পদ

জিপি- লাধুরকা

সাব-সেন্টার- জাম্বদ

গ্রাম- শ্যামনগর, মাতালপাড়া- ১টি পদ

জিপি- লক্ষণপুর

সাব-সেন্টার- খয়রিপিহিরা

গ্রাম- দেওলি- ১টি পদ

ব্লক- পুরুলিয়া-I

জিপি- চাকলতোড়

সাব-সেন্টার- গোপলাদিহ

গ্রাম- শুক্লারা- ১টি পদ

জিপি- চাকলতোড়

সাব-সেন্টার- গোপলাদিহ

গ্রাম- মাতকুমডিহ- ১টি পদ

জিপি- লাগদা

সাব-সেন্টার- চক্র

গ্রাম- চক্র – ১টি পদ

জিপি- ডিমডিহা

সাব-সেন্টার- ভুল

গ্রাম- ভুল- ১টি পদ

জিপি- লগদা

সাব-সেন্টার- লাগদা

গ্রাম- বাঘুদি- ১টি পদ

ব্লক- পুরুলিয়া-II

জিপি- ভাংড়া

সাব-সেন্টার- ভাংড়া

গ্রাম- সিংবাজার- ১টি পদ

জিপি- ভাংড়া

সাব-সেন্টার- চেপরা

গ্রাম- ছেপরি- ১টি

জিপি- পিন্দ্র

সাব-সেন্টার- পোলাস্কোলা

গ্রাম- মহারা- ১টি পদ

জিপি- বেলমা

সাব-সেন্টার- বেলমা

গ্রাম- বেলমা- ১টি পদ

জিপি- ঘোঙা

সাব-সেন্টার- খুদিবাঁধ

গ্রাম- খুদিবাঁধ- ১টি পদ

আরও পড়ুন: বাংলা টেলিভিশনে সবচেয়ে বড় ধামাকা! মহালয়ার ভোরে কালার্স বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে ঋতুপর্ণা, শ্য়ুটিং ফ্লোরের লেটেস্ট আপডেট

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: এএসএইচএ সিলেকশন কমিটি (ASHA Selection Committee)
পদের নাম: অ্যাসারডিটেড সোশ্যাল হেলথ অ্যাকটিভিস্ট
শূন্যপদের সংখ্যা: ২৭
কাজের স্থান: পুরুলিয়া সদর সাব-ডিভিশন
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: ০৮.০৯.২০২২
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ তারিখ: ০৯.১০.২০২২

আবেদনের যোগ্যতা:

প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশ নিতে হবে (পাশ বা ফেল)। এছাড়াও উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার চাইতে উচ্চশিক্ষিতরাও এই পদে আবেদনের যোগ্য। যদিও বা প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই মান্যতা দেওয়া হবে।

বয়সসীমা:

০১.০১.২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:

প্রার্থীদের কোনও প্রকারের আবেদন ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের মূল্যায়ন, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি HTTPS://DRIVE.GOOGLE.COM/FILE/D/1N8ZVNZPZGVJFMFAC-3ANDWC0VJGQGYKR/VIEW?USP=SHARING ডাউনলোড করে, পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Block Development Officer. ___ DeveIopment Block. At___B.D.O Office. At___. P.O___P.S___, Dist:Purulia(W.B), PIN-’

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_16.pdf ক্লিক করে দেখতে পারেন

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

প্রার্থীরা সরাসরি আবেদন করতে এখানে উপলব্ধ লিঙ্কে https://drive.google.com/file/d/1N8zvNZpzgVjfmfAc-3andWC0VjGqGyKr/view?usp=sharing ক্লিক করতে পারেন

বাংলা খবর/ খবর/চাকরি/
ASHA Selection Committee Recruitment 2022: আশা সিলেকশন কমিটিতে বিভিন্ন পদে নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই করতে পারেন আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল