আরও পড়ুন : বিশৃঙ্খলা করলে পরীক্ষা নয়, টেট নিয়ে কড়া সিদ্ধান্তের পথে পর্ষদ
আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজর দাম! চোখে ঝাঁঝ মধ্যবিত্তের! কবে কমবে দাম? জানুন সব...
কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘বাম জমানার ওই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল। সেই থেকে জলঘোলা চলছে। কোনও একটি মহল ওদের নিয়োগ জোর করে আটকে রাখছে। বিকাশবাবুদের অন্য ক্ষেত্রে দরদ থাকলেও এ ক্ষেত্রে দেখা যাচ্ছে না। কারণ এটা ২০০৯ সালের নিয়োগ সংক্রান্ত অনিয়ম থেকে শুরু। আদালতে শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রয়েছে। যে ভাবে ওদের জিনিসটা আটকে রয়েছে, সেটা ঠিক করা হোক। আমি ওদের পাশে আছি। পর্যদ সভাপতি ওঁদের প্রতি সহানুভূতিশীল। আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। আশা করি জট তাড়াতাড়ি খুলে যাবে।’’
advertisement
আন্দোলনকারীদের প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন, আমরা কুণাল ঘোষের সঙ্গে গতকাল দেখা করেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন। যেহেতু বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে, তাই আমরা ধর্না তুলে নিচ্ছি। এই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।